January 17, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, March 28th, 2023, 7:49 pm

প্যাভার্ডের গোলে দ্বিতীয় জয় পেল ফ্রান্স

অনলাইন ডেস্ক :

ডাবলিনে আয়ারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে ইউরো ২০২৪ বাছাইপর্বে দ্বিতীয় জয় নিশ্চিত করেছে ফ্রান্স। টানা দুই জয়ে ইউরোর মূলপর্বে খেলার দিকে আরও এক ধাপ এগিয়ে গেলো ফ্রান্স। আভিভা স্টেডিয়ামে রাইট-ব্যাক বেঞ্জামিন প্যাভার্ডের ৫০ মিনিটের গোলে জয় পায় ফ্রান্স। ১৮ মিটার দূর থেকে নেওয়া প্যাভার্ডের বুলেট গতির শট ঠেকানোর সাধ্য ছিলো না আইরিশ গোলরক্ষকের। শেষ দুই মিনিটে মাইক ম্যাগনান দুটি অসাধারণ বল রুখে দিয়ে ফ্রান্সকে রক্ষা করেছেন। সাবেক অধিনায়ক হুগো লরিসের স্থলাভিষিক্ত এসি মিলানের ম্যাগনান সতীর্থ জুলেস কুন্ডের হেড কর্ণারের সাহায্যে কোনমতে রক্ষা করেন। কর্ণার থেকে নাথান কলিন্সের শক্তিশালী হেড প্রায় একই দক্ষতায় সেভ করে নিজের দক্ষতার জানানও দিয়েছেন ম্যাগনান। ম্যাচ শেষে বায়ার্ন মিউনিখ ডিফেন্ডার প্যাভার্ড টেলিভিশন চ্যানেল টিএফ১ কে বলেছেন, ‘মাইক যেভাবে আজ আমাদের রক্ষা করেছে তাতে আমরা ম্যাচে টিকে থাকার আত্মবিশ্বাস পেয়েছি। একইসঙ্গে কোন গোল হজম করতে হয়নি। সে কারণেই আমার কাছে সে-ই আজকের ম্যাচ সেরা খেলোয়াড়। আমি গোলের যে সুযোগ পেয়েছি তাতে সফল হয়েছি। যদিও একজন ডিফেন্ডারের মূল দায়িত্ব নিজেদের রক্ষণভাগ সামলে রাখা।’