অনলাইন ডেস্ক :
ফ্রান্সের রাজধানী প্যারিসের ব্যস্ততম ট্রেন স্টেশন গারে ডু নর্দে ছুরি হাতে হামলা চালিয়েছে এক ব্যক্তি। হামলায় বেশ কয়েকজন সামান্য আহত হয়েছেন। বুধবার (১১ জানুয়ারী) ফরাসি কর্তৃপক্ষ একথা জানিয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে। পুলিশ সন্দেহভাজন হামলাকারীকে স্টেশনেই গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের আগে তাকে গুলি করে আহত করা হয়। ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী গেরাল্ড ডারমানিন টুইটারে লিখেছেন, এক ব্যক্তি বুধবার (১১ জানুয়ারী) সকালে প্যারিসের ট্রেন স্টেশনে হামলা চালিয়ে বেশ কয়েকজনকে আহত করেছে। তিনি আরও লিখেছেন, দ্রুতই তাকে নিষ্ক্রিয় করা হয়েছে। পুলিশের কার্যকর ও সাহসী পদক্ষেপের জন্য ধন্যবাদ। সকালের ব্যস্ততম সময়ে এই হামলার পর স্টেশনে অনেক ট্রেন বিলম্বের মুখে পড়ে। হামলাকারীর মোটিভ সম্পর্কে স্পষ্ট কিছু জানা যায়নি। ২০১৫ সালে ইসলামি জঙ্গিদের হামলার পর থেকেই নিরাপত্তা সতর্কতা জারি রেখেছে দেশটি।
আরও পড়ুন
ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর প্রথমবার জনসমক্ষে খামেনি
বিমানে ২০০ জনকে সীমান্তে আনলো ভারত, টার্গেট বাংলাদেশে ‘পুশইন’
নতুন রাজনৈতিক দল ‘আমেরিকা পার্টি’ গঠনের ঘোষণা ইলন মাস্কের