ফ্রান্সের রাজধানী প্যারিসে বিশ্বের সবচেয়ে বিখ্যাত জাদুঘর ল্যুভর মিউজিয়ামে ভয়াবহ এক ডাকাতির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রোববার সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। খবর এএফপি ও বিবিসি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মুখোশধারী তিনজন ডাকাত স্কুটারে করে ল্যুভরে প্রবেশ করে। তাদের কাছে ছিল ছোট চেইনসো (চেইনের করাত)। পণ্যবাহী লিফট ব্যবহার করে তারা জাদুঘরের অ্যাপোলো গ্যালারিতে যায়—যেখানে ফ্রান্সের রাজমুকুটের রত্ন ও মূল্যবান অলংকার সংরক্ষিত ছিল। সেখান থেকে নয়টি অলংকার নিয়ে তারা দ্রুত পালিয়ে যায়।

ডাকাতির খবর জানাজানির পরপরই জাদুঘরটি বন্ধ ঘোষণা করেছে ল্যুভর কর্তৃপক্ষ। দর্শনার্থীদের বাইরে অপেক্ষা করতে বলা হয় এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রী রাশিদা দাতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (আগের টুইটার) এক পোস্টে নিশ্চিত করে বলেন, ‘ল্যুভরে আজ সকালে চুরির ঘটনা ঘটেছে। কেউ আহত হয়নি।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, ডাকাতির পর জাদুঘরের ভেতরে নিরাপত্তারক্ষী ও দর্শনার্থীরা কিছু সময়ের জন্য আটকা পড়েন।

একজন দর্শনার্থী এক্সে লিখেছেন, ‘মাত্রই ল্যুভরে পৌঁছেছি। নিরাপত্তারক্ষীরা ভেতরে আটকে আছেন, বাইরে আমাদের জানানো হয়েছে—আজ আর ভেতরে প্রবেশ করা যাবে না।’
ঘটনার পর ল্যুভর কর্তৃপক্ষ জানিয়েছে, বিশেষ কারণে আজকের মতো জাদুঘরটি বন্ধ থাকবে। চুরি হওয়া অলংকারগুলোর অর্থমূল্য এখনো জানা যায়নি।
পুলিশ তদন্ত শুরু করেছে এবং পুরো ঘটনাটি ঘিরে নিরাপত্তা ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
এনএনবাংলা/

আরও পড়ুন
তফশিল ঘোষণার তারিখ এখনো ঠিক হয়নি: ইসি সচিব
মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে স্থগিত খালেদা জিয়ার বিদেশ যাত্রা: ডা. জাহিদ
রেকর্ড দরপতন: এক মার্কিন ডলারে ইরানের ১২ লাখ রিয়াল