July 14, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, July 13th, 2025, 6:36 pm

প্যারিসে স্বামীর নামে ‘প্রেম তালা’ মেরেছেন মেহজাবীন

প্যারিসের সেতুতে স্বামীর নামে ‘প্রেম তালা’ দিলেন মেহজাবীন/ ছবি: সংগৃহীত

 

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী দীর্ঘদিন প্রেমের পরে নির্মাতা-প্রযোজক আদনান আল রাজীবকে বিয়ে করেছেন। এবার স্বামী আদনান আল রাজীবের নামে প্যারিসের এক ঐতিহাসিক সেতুতে ভালোবাসার তালা মেরেছেন অভিনেত্রী। এরপর সেই তালার চাবি ছুঁড়ে ফেললেন নদীতে, যাতে কোনো দিন এই সম্পর্ক ভাঙনের দিকে না যায়।

সম্প্রতি নিজের ফেসবুক হ্যান্ডেলে ভালোবাসার এই মুহূর্তের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন মেহজাবীন। ছবিতে দেখা যায়, ফ্রান্সের ‘পঁ দে আর্টস’ সেতুর রেলিংয়ে নাম লেখা তালা লাগিয়ে দিয়েছেন তিনি, আর ক্যাপশনে লিখেছেন শুধু ‘লক’।

ফ্রান্সের রাজধানী প্যারিসের এই সেতুর রেলিংয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রেমিক-প্রেমিকারা তাদের ভালোবাসার প্রতীক হিসেবে তালা সংযুক্ত করেন। সাইন নদীর উপর ‘পঁ দে আর্টস’ সেতুতে ‘প্রেম তালা’ মেরে চাবি নদীতে ছুঁড়ে ফেলে দেওয়া পর্যটকদের মধ্যে এক ধরনের ঐতিহ্যে পরিণত হয়েছে। এ সেতুতেই মেহজাবীন চৌধুরী তালা মেরেছেন।

মেহজাবীন সম্প্রতি ইউরোপ ভ্রমণের ছবি তার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন। কোনোদিন ইতালির মিলান, তো আরেকদিন সুইজারল্যান্ডে ঘোরার ছবি প্রকাশ করছেন। এর কিছুদিন আগেই কান চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছিলেন তিনি।

এনএনবাংলা/আরএম