অনলাইন ডেস্ক :
দুই বাংলার আলোচিত অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। এই প্রথম তার অভিনীত ভারতীয় সিনেমার পোস্টার প্রকাশ করা হলো। মিথিলা অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘মায়া’র অফিশিয়াল পোস্টার প্রকাশিত হয়েছে। ‘মায়া’ সিনেমার মাধ্যমেই মিথিলার ভারতীয় সিনেমায় অভিষেক হয়েছে। রাজর্ষি দের পরিচালনায় উইলিয়াম শেক্সপিয়রের ‘ম্যাকবেথ’ নাটকটির প্রেক্ষাপট কেন্দ্র করে সম্পূর্ণ বাঙালি ঘরানায় রূপ দেয়া হয়েছে। জানা গেছে মিথিলা ছাড়াও এ সিনেমায় ভারতীয় বাংলা সিনেমার একাধিক জনপ্রিয় তারকা অভিনয় করেছেন। প্রসঙ্গত, এই ছবিতে রয়েছেন ভারতীয় বাংলা সিনেমা ভুবনের একাধিক বড় তারকা। আগেই প্রকাশ্যে এসেছিল এসব চরিত্রের প্রথম লুক। এবার দেখা গেলো ছবির পোস্টার। ‘মায়া’য় মিথিলা ছাড়াও আছেন কমলেশ্বর মুখোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, গৌরব চক্রবর্তী ও সুদীপ্তা চক্রবর্তী। অন্যদিকে বিশেষ কিছু চরিত্রে দেখা যাবে কণীনিকা বন্দ্যোপাধ্যায়, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, রোহিত বন্দ্যোপাধ্যায়, রিচা শর্মা, সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়, রণিতা দাস, দেবলীনা কুমার, রতশ্রী দত্ত, ইশান মজুমদার, সায়ন্তনী গুহ ঠাকুরতা, অসীম রায় চৌধুরী, গৌরব চট্টোপাধ্যায়, অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং কান সিংহ সোধাকে। আরও জানা গেছে, এই ছবির হাত ধরেই প্রথমবার একসঙ্গে বড়পর্দায় অভিনয় করতে চলেছেন দেবলীনা কুমার ও গৌরব চট্টোপাধ্যায়।
আরও পড়ুন
অটোচালক ভজনের জন্য বড় অঙ্কের পুরস্কার ঘোষণা মিকা সিংয়ের
‘ইচ্ছে করেই পোশাক পরিবর্তনের ভিডিও ফাঁস করেছিলাম’
‘আপনাদের মন বলতে কিছু নেই’