January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, December 18th, 2021, 7:33 pm

প্রকাশ পেল ‘রাতজাগা ফুল’ সিনেমার গান

অনলাইন ডেস্ক :

ওয়ান ম্যান আর্মি স্টাইলে এগুচ্ছেন নির্মাতা-অভিনেতা-প্রযোজক-গীতিকার মীর সাব্বির। দিন যতো গড়াচ্ছে ততোই যেন জানান দিচ্ছেন নিজের অবস্থান। এ অবস্থান একজন নবীন চলচ্চিত্রকারের। সবাই এরমধ্যে মুগ্ধতার সঙ্গে জেনেছেন, ছোট পর্দার বড় তারকা মীর সাব্বির সিনেমায় অভিষিক্ত হচ্ছেন নির্মাতা ও প্রযোজক হিসেবে। চলতি চলচ্চিত্রবর্ষ শেষ হচ্ছে এই নির্মাতার প্রথম সিনেমা মুক্তির মধ্যদিয়ে। নাম ‘রাতজাগা ফুল’। এরমধ্যে টিজারে মুগ্ধ হয়েছে অন্তর্জাল দুনিয়া। এবার এলো ছবিটির অসামান্য এক গান ‘রঙে রঙে দুনিয়া’। শুক্রবার রাতে মীর সাব্বিরের ইউটিউব চ্যানেলে গানটি উন্মুক্ত হয়। যেখানে অসামান্য এক লোকঘরানার গানের দৃশ্যে উঠে আসে গ্রামবাংলার রূপ-সংস্কৃতি। গানটির কথা লিখেছেন মীর সাব্বির নিজেই। তাতে সুর দিয়েছেন ইমন চৌধুরী। আর যৌথভাবে কণ্ঠ দিয়েছেন শফি ম-ল ও এস আই টুটুল। এর আগে ছবির টিজারে অন্য এক মীর সাব্বিরকে দর্শকরা দেখলেও এই গানটির মাধ্যমে উন্মোচন হলো ছবির অন্যতম দুই চরিত্র জান্নাতুল ফেরদৌস ঐশী ও রাশেদ মামুন অপুর লুক। ধারণা করা হচ্ছে, এতে ছবিয়াল ঐশীর গাইড হিসেবে কাজ করছেন অপু। যে দু’জন বাইকে ঘুরে ঘুরে গ্রামবাংলার রূপ তুলে আনার চেষ্টা করছেন। নিজের পরিচালিত প্রথম সিনেমাটি প্রসঙ্গে মীর সাব্বির বলেন, ‘আমাদের সমাজে এমন অনেকেই আছেন, যারা অন্ধকারের মধ্যেও সমাজকে এগিয়ে নিয়ে যান আলোর পথে। এটাই মূলত আমার গল্পের বিষয়বস্তু। ভালোভাবে আমার পুরো ইউনিট এবং শিল্পীদের আন্তরিক সহযোগিতায় কাজটি শেষ করেছি। নির্মাতা হিসেবে এটি আমার স্বপ্নের সিনেমা। তাই অনেক শ্রম ও আন্তরিকতা দিয়ে কাজটি করছি। বাকিটা দর্শকদের ওপর।’ সরকারি অনুদানপ্রাপ্ত এ সিনেমাটির সহকারী প্রযোজক হিসেবে আছে মীর সাব্বিরেরই প্রযোজনা প্রতিষ্ঠান ফুলঝুড়ি মিডিয়া লিমিটেড। এতে মীর সাব্বির, ঐশী, অপু ছাড়াও অভিনয় করেছেন দিলারা জামান, আবুল হায়াত, শর্মিলী আহমেদ, ফজলুর রহমান বাবু, ডা. এজাজুল ইসলাম, নাজনীন চুমকী, জয়রাজ, আবু হোরায়রা তানভীর প্রমুখ।