রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকার নিয়ে দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে প্রকৃত তথ্য যাচাই না করে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন না করার জন্য সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই ব্যাখ্যা দেন জামায়াত আমির।
পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, রয়টার্সকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সংস্থাটির একজন সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন—ভারত যেহেতু প্রতিবেশী দেশ, তাদের সঙ্গে জামায়াতের কোনো যোগাযোগ, কথাবার্তা বা বৈঠক হয় কি না।
এর জবাবে তিনি জানান, গত বছরের মাঝামাঝি সময়ে অসুস্থতার কারণে চিকিৎসা শেষে বাসায় ফেরার পর দেশ-বিদেশের অনেকেই তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন। অন্যান্য দেশের কূটনীতিকদের পাশাপাশি সে সময় ভারতের দুজন কূটনীতিকও তার বাসায় এসে সাক্ষাৎ করেন এবং অন্যদের মতো তাদের সঙ্গেও সাধারণ সৌজন্য বিনিময় ও কথাবার্তা হয়।
জামায়াত আমির আরও লেখেন, কূটনীতিকদের সঙ্গে আলোচনার সময় তিনি স্পষ্টভাবে বলেছেন—যেসব কূটনীতিক তার সঙ্গে সাক্ষাৎ করেছেন, সেসব বিষয় সাধারণত প্রকাশ্যে জানানো হয়েছে এবং ভারতীয় কূটনীতিকদের সঙ্গেও হওয়া সাক্ষাৎ প্রকাশ করতে তিনি আগ্রহী ছিলেন। তবে সংশ্লিষ্ট ভারতীয় কূটনীতিকরা সেটি প্রকাশ না করার অনুরোধ করেছিলেন।
তিনি জানান, তখনই তিনি স্পষ্ট করে বলেছিলেন যে, ভবিষ্যতে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট কোনো বৈঠক হলে তা অবশ্যই প্রকাশ্যে আসবে এবং এতে গোপনীয়তার কিছু নেই।
ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, ভারতের সঙ্গে তার গোপন বৈঠক হয়েছে—এমন সংবাদ প্রকাশ হওয়ায় তিনি বিস্মিত। এ ধরনের সংবাদের তীব্র নিন্দা জানিয়ে তিনি গণমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানান, যেন প্রকৃত তথ্য যাচাই না করে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন না করা হয়।
এনএনবাংলা/

আরও পড়ুন
প্রতীক বরাদ্দের আগে নির্বাচনী প্রচারণা করা যাবে না: ইসি
হাসপাতাল থেকে ছাড়া পেলেন ওবায়দুল কাদের
ডিসেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮.৪৯ শতাংশ