সিলেট অফিস :
রাজধানীতে প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে অবস্থান, বিক্ষোভ সমাবেশ ও মিছিলের পাশাপাশি অন্তর্বর্তী সরকারের গায়েবানা জানাজা পড়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের গোলচত্ত্বরে নীরব অবস্থানের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এর আগে, বুধবার থেকেই প্রকৌশল অনুষদের সব বিভাগের ক্লাস ও পরীক্ষা বর্জন করে আসছেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা।
বিক্ষোভকারীরা সমাবেশে বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড নিয়ে হাজির হন। প্ল্যাকার্ডে লেখা ছিল—‘কোটা যদি দেশ খায়, ধ্বংস তার দোরগোড়ায়’, ‘চাকরিতে বৈষম্য, মানি না মানবো না’, ‘বৈষম্যের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’।
সমাবেশ থেকে তারা ন্যায্য দাবির আন্দোলনে পুলিশের হামলার তীব্র নিন্দা জানিয়ে সরকারের কাছে তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।
সমাবেশ শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি গোলচত্ত্বর থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এসে অবস্থান নেয়। এ সময় তারা কোটা প্রথার বিরুদ্ধে নানা স্লোগান দেন।
পরে শিক্ষার্থীরা পুলিশের হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ‘অন্তর্বর্তীকালীন সরকারের গায়েবানা জানাজা’ কর্মসূচি পালন করেন।
আরও পড়ুন
ন্যায্য অধিকার দাবীতে বাঘাবাড়ি মিল্কভিটা সমবায় সমিতির মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
পাইকগাছার ৪০ টি প্রাতিষ্ঠানিক পুকুর জলাশয়ে মাছের পোনা অবমুক্ত
নথিপত্র উদ্ধারের নামে রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের স্বামীর বাড়িতে হয়রানিমূলক সার্চ ওয়ারেন্ট বাস্তবায়ন