August 29, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, August 28th, 2025, 7:09 pm

প্রকৌশল শিক্ষার্থীদের উপর পুলিশী হামলার প্রতিবাদে শাবিপ্রবি শিক্ষার্থীদের অবস্থান, বিক্ষোভ, মিছিল ও গায়েবানা জানাজা কর্মসূচি পালন

সিলেট অফিস  :

রাজধানীতে প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে অবস্থান, বিক্ষোভ সমাবেশ ও মিছিলের পাশাপাশি অন্তর্বর্তী সরকারের গায়েবানা জানাজা পড়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের গোলচত্ত্বরে নীরব অবস্থানের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এর আগে, বুধবার থেকেই প্রকৌশল অনুষদের সব বিভাগের ক্লাস ও পরীক্ষা বর্জন করে আসছেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা।

বিক্ষোভকারীরা সমাবেশে বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড নিয়ে হাজির হন। প্ল্যাকার্ডে লেখা ছিল—‘কোটা যদি দেশ খায়, ধ্বংস তার দোরগোড়ায়’, ‘চাকরিতে বৈষম্য, মানি না মানবো না’, ‘বৈষম্যের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’।

সমাবেশ থেকে তারা ন্যায্য দাবির আন্দোলনে পুলিশের হামলার তীব্র নিন্দা জানিয়ে সরকারের কাছে তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।

সমাবেশ শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি গোলচত্ত্বর থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এসে অবস্থান নেয়। এ সময় তারা কোটা প্রথার বিরুদ্ধে নানা স্লোগান দেন।

পরে শিক্ষার্থীরা পুলিশের হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ‘অন্তর্বর্তীকালীন সরকারের গায়েবানা জানাজা’ কর্মসূচি পালন করেন।