অনলাইন ডেস্ক :
প্রখাত আলোকচিত্রী চঞ্চল মাহমুদ হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন।
তার স্ত্রী রায়না মাহমুদ জানায়, রবিবার সকালে তিনি হৃদরোগে আক্রান্ত হন এবং দ্রুত তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (সিসিইউ) নিয়ে যাওয়া হয়।
তিনি জানান, ভর্তির পর অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল কিন্তু বিকালে অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। এর আগে চার বার হৃদরোগে আক্রান্ত হয়েছেন চঞ্চল মাহমুদ। ডায়াবেটিসসহ অন্যান্য আরও স্বাস্থ্য জটিলতা রয়েছে।
সাড়ে চার দশক ধরে আলোকচিত্রী হিসেবে কাজ করছেন চঞ্চল মাহমুদ। দেশে ফ্যাশন আলোকচিত্রের অন্যতম পথিকৃৎ বলা হয় তাকে।
‘চঞ্চল মাহমুদ ফটোগ্রাফি’ নামে একটি প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করেন। তিনি বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির সঙ্গে যুক্ত আছেন।
আরও পড়ুন
ফকিরাপুলে গরম পানির গলিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৩
শুক্রবার ১৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
সয়াবিন তেলের দাম ১৪ টাকা বাড়ানোর সিদ্ধান্ত মেনে নিলো সরকার