March 28, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, March 23rd, 2025, 3:29 pm

প্রগ্রেসিভ লাইফ এর উদ্যোক্তা পরিচালক মোঃ মিজানুর রহমান এর পিতার প্রয়াণ

 

প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিঃ এর উদ্যোক্তা পরিচালক মোঃ মিজানুর রহমান এর পিতা মো. আকিকুর রহমান গত ২০ মার্চ ২০২৫ রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মো. আকিকুর রহমান সাউথইস্ট ব্যাংক যাত্রার পর থেকে উদ্যোক্তা পরিচালক হিসেবে যুক্ত ছিলেন। এছাড়া ২০২৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত ব্যাংকের ভাইস চেয়ারম্যান ছিলেন।

আকিকুর রহমান ১৯৪৫ সালের ১৫ ফেব্রুয়ারি সিলেটের নবারুণের সুনারপাড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম মো. আজিজুর রহমান ও মাতা মরহুম নজিবুন্নেছা। তিনি যুক্তরাজ্যের আরএআর ইনভেস্টমেন্ট লিমিটেড ও ডরকিং মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ছিলেন। এছাড়া তিনি আরএআর হোল্ডিং লিমিটেডের এমডি এবং বাংলাদেশের ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের ভাইস চেয়ারম্যান ছিলেন।

প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিঃ কর্তৃপক্ষ মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেছে।