January 21, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, August 23rd, 2022, 7:32 pm

প্রচারণা নিয়ে যা বললেন সাইমন

অনলাইন ডেস্ক :

সর্বশেষ মুক্তি পেয়েছিল ‘জান্নাত’। এই ছবি দিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন সাইমন সাদিক। এরপর কেটে গেছে ৪টি বছর। এ নায়কের আর কোনো ছবি মুক্তি পায়নি। তবে বসে ছিলেন না সাইমন। নিয়মিত কাজ করে গেছেন। দীর্ঘ অপেক্ষার পর সাইমনের নতুন ছবি ‘লাইভ’ মুক্তি পেতে যাচ্ছে। আগামী ৯ সেপ্টেম্বর শামীম আহমেদ রনীর পরিচালনায় মাহির সঙ্গে ছবিটি নিয়ে আসছেন সাইমন। আরও আছেন আদর আজাদ, শিবা শানু প্রমুখ।৪ বছর পর ছবি মুক্তির কারণে বেশ উচ্ছ্বসিত ‘পোড়ামন’ খ্যাত এই নায়ক। তবে কিছুটা হতাশাও আছে সাইমনের। বিশেষ করে প্রযোজকের তরফে ‘লাইভ’ এর প্রচারণার কৌশল নিয়ে কিছু নিরাশ সাইমন। সংবাদমাধ্যমকে সাইমন বলেন, সম্প্রতি যে সিনেমা মুক্তি পেয়েছে সেগুলো প্রযোজকদের উদ্যোগে ভিন্ন প্রচারণায় দর্শক নন্দিত হয়েছে। বিভিন্নভাবে প্রচারণার মাধ্যমে দেখেছি দর্শকের আকর্ষণ কাড়তে সক্ষম হওয়ায় মানুষ সিনেমাহল মুখী হয়েছে। ছবিগুলো সাফল্যে পেয়েছে। সেই হিসেবে ‘লাইভ’ ছবির প্রযোজনা সংস্থা শাপলা মিডিয়া প্রচারণায় থাকবে কিনা আমি যথেষ্ট সন্দিহান। এখনও পর্যন্ত প্রোডাকশন হাউজের কোনো উদ্যোগ দেখিনি। সাইমন জানান, প্রোডাকশন হাউজ থেকে যোগাযোগ করে মিটিং করতে চেয়েছে। দেখি তারা কী করে! তবে আমি মারাত্মক লেভেলের আশাবাদী ‘লাইভ’ নিয়ে। যেহেতু ভালো ছবি এবং বাংলাদেশ ও ভারতের দুই টিমকে এই ছবিতে পেয়ে কাজ করে তৃপ্তি পেয়েছি, তাই আমার জায়গা থেকে ব্যক্তি উদ্যোগে হলেও প্রচার করবো। ব্যাখ্যা দিয়ে সাইমন বলেন, এই ছবিতে শেষ ১৬ মিনিট একটানা অভিনয় করেছি। দৃশ্যটি এক টেকেই করা। যেটা আমার অভিনয় জীবনে প্রথম করলাম। কতটা মনোযোগ দিয়ে কাজ করলে আমার মতো একজন অভিনেতা এটা একবারেই করতে পারে! পুরো গল্পটাই ছিল মনোযোগ দেয়ার মত। একটি সত্য ঘটনা নিয়ে নির্মিত হয়েছে ‘লাইভ’। টিজারে রহস্যের যে ছায়া পাওয়া গেছে পুরো গল্পটাই একবার দেখতে বসলে দর্শক শেষ পর্যন্ত দেখবে। দীর্ঘদিন পর ছবি মুক্তি প্রসঙ্গে সাইমন বলেন, ৪ বছর ছবি মুক্তি পায়নি তারপরেও দর্শক আমাকে ভুলে যায়নি। আমি কাজের মধ্যে ছিলাম। আমার আটটির মতো ছবি সেন্সর হয়ে আছে। ছবি মুক্তির ব্যাপার প্রযোজকের উপর নির্ভর করে। এতদিন ছবি মুক্তি না পাওয়ায় ভিতরে ভিতরে অনেক খারাপ লাগা কাজ করেছিল। ৯ সেপ্টেম্বর ‘লাইভ’ এর মাধ্যমে সেন্সর পাওয়া ছবিগুলোর মুক্তি শুরু হলো। আগামীতে ‘নরসুন্দর’ ও ‘অশ্রুঘর’ ছবি দুটিও মুক্তির মিছিলে আছে।