এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে আইনি নোটিশ পাঠিয়েছেন এক নারী উদ্যোক্তা। বুধবার (২২ অক্টোবর) অভিনেত্রীর বরাবর এ নোটিশ পাঠানো হয় বলে জানা গেছে।
অভিযোগকারী নারী উদ্যোক্তার নাম ঝিলিক। নোটিশে উল্লেখ করা হয়েছে, তানজিন তিশা বাংলাদেশের পরিচিত মডেল, অভিনেত্রী ও টিভি উপস্থাপিকা। মিডিয়াজগতের সুবাদে তিনি ঝিলিকের ‘Aponia’ অনলাইন পেজের সঙ্গে যুক্ত হন এবং সেখান থেকে ২৮ হাজার ৮০০ টাকার একটি শাড়ি পছন্দ করেন।
পরে তিশা নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম আইডি থেকে শাড়িটি কেনার আগ্রহ প্রকাশ করেন। এসময় উদ্যোক্তা তিশাকে দেশের জনপ্রিয় অভিনেত্রী বিবেচনায় পেজ প্রমোশনের বিনিময়ে বিনা মূল্যে শাড়িটি সরবরাহ করেন। শাড়িটি গত ১৮ জানুয়ারি তিশার ঠিকানায় পৌঁছে দেওয়া হয়।
নোটিশে বলা হয়, শাড়ি পাওয়ার পর তিশা ভয়েস মেসেজ ও ইনবক্সে পেজ প্রমোশনের আশ্বাস দেন। কিন্তু দীর্ঘ ১০ মাস পার হলেও তিনি কোনো প্রমোশন করেননি এবং শেষ ৬ মাস ধরে পেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ বন্ধ রেখেছেন।
এতে আরও উল্লেখ করা হয়, তানজিন তিশা শাড়িটির মূল্য পরিশোধ করেননি এবং যোগাযোগের চেষ্টার পরও কোনো সাড়া দেননি।
পাশাপাশি, বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে তিশা তার Verified Facebook ID তে লেখেন— ‘গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক।’ উদ্যোক্তা পক্ষের দাবি, এই মন্তব্যটি মানহানিকর ও কুরুচিপূর্ণ, যা সত্য গোপন করার একটি প্রচেষ্টা।
আইনি নোটিশে তানজিন তিশাকে ৭ দিনের মধ্যে শাড়ির মূল্য ও ক্ষতিপূরণসহ ১ লাখ টাকা পরিশোধ এবং লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করতে বলা হয়েছে। অন্যথায় বাংলাদেশ দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের হুঁশিয়ারি দিয়েছেন নারী উদ্যোক্তা ঝিলিক।
এনএনবাংলা/
আরও পড়ুন
নতুন বিয়ে ও পুত্র সন্তানের বাবা হওয়ার খবর লুকিয়ে রেখেছিলেন জেমস
৪৪৬ কোটি টাকায় এক লাখ টন চাল কিনবে সরকার
১.০৫ লাখ মেট্রিক টন সার সংগ্রহ করবে সরকার