ঢাকাই সিনেমার নায়িকা মন্দিরা চক্রবর্তী। ‘কাজলরেখা’ নামে একটি সিনেমা দিয়ে বড়পর্দায় তার অভিষেক। এটি গত বছরে মুক্তি পায়। এ বছরের কুরবানি ঈদে মুক্তি পায় তার অভিনীত দ্বিতীয় সিনেমা ‘নীলচক্র’। দুটি সিনেমাই প্রেক্ষাগৃহে খুব একটা সুবিধা করতে পারেনি।
এরমধ্যেই নায়িকা জানালেন তার তৃতীয় সিনেমার কথা। ‘প্রতিদ্বন্দ্বী’ নামে একটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন তিনি। এটি পরিচালনা করবেন মিঠু খান। এতেও মন্দিরার সহশিল্পী হিসাবে থাকবেন তার প্রথম সিনেমার নায়ক শরিফুল রাজ। এবার কি পারবেন মন্দিরা সিনেমাটি নিয়ে অনেকদুর আগাতে? নাকি বাকি দুইটার মতো এটির ভাগ্যেও থাকবে ব্যর্থতা? সময় হলেই এর উত্তর মিলবে।
জানা গেছে, মফস্বল শহরের এক ভালোবাসার গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে সিনেমাটি। চলতি বছরের শেষদিকে শুরু হবে এর শুটিং।

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
এস আলমের আরও ৪৩১ শতাংশ জমি স্থাপনাসহ জব্দের আদেশ
জাতীয় পার্টি ও এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ নয় প্রশ্নে হাইকোর্টের রুল