May 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, May 13th, 2025, 3:54 pm

প্রতিবন্ধীকে লাথি মারা সেই চেয়ারম্যানকে অপসারণ প্রশাসক নিয়োগ

সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা: টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সরকার নূরে আলম মুক্তাকে অপসারণ করা হয়েছে। ওই পরিষদে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমেদকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক স্বাক্ষরিত এক অফিস আদেশ এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল রনী এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ২৩ মার্চ মোতালেব হোসেন (৪৮) নামের এক মানসিক প্রতিবন্ধী অসৌজন্যমূলক আচরণ করায় ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যান ওই প্রতিবন্ধীকে লাথি মারেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে পড়েন চেয়ারম্যান নূরে আলম মুক্তা। পরে বিক্ষুব্ধ জনতা চেয়ারম্যানের কক্ষে তালা দিয়ে তার অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেন। এর পর থেকেই চেয়ারম্যান মুক্তা পরষিদ কার্যালয়ে অনুপস্থিত। এর আগেও ওই চেয়ারম্যান প্রবাসীর স্ত্রীকে মারধরের ঘটনায় মামলায় কারাভোগ করেন।

সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, ওই চেয়ারম্যান বহুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। তার নামে সখীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনার মামলা রয়েছে।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল রনী বলেন, ‘বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দীর্ঘদিন ধরে কার্যালয়ে অনুপস্থিত। পরিষদ সচল রেখে জনসেবা অব্যাহত রাখতে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুনসুর আহমেদকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে সরকার নূরে আলম মুক্তা মুঠোফোনে বলেন, ‘অপসারণের বিষয়ে আমি এখনো কোনো চিঠি পাইনি এবং আমাকে কোনো কিছুই জানানো হয়নি।’