সন্ত্রাসী বা মাদক ব্যবসায়ীর কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। আমরা প্রতিহিংসা নয়, পরিবর্তনের রাজনীতিতে বিশ্বাস করি”এ মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনে ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হেলাল।
বুধবার দিনব্যাপী দিঘলিয়া উপজেলার চন্দনী মহল এলাকায় জনসংযোগ, সুধী সমাবেশ, বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। একটি বাড়ি, একটি গাছ”—সবুজায়ন কর্মসূচিকে সামনে রেখে তিনি চন্দনী মহল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছ লাগান এবং শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতার আহ্বান জানান।
চন্দনী মহলে বিভিন্ন স্থানে গণসংযোগকালে হেলাল বলেন,দিঘলিয়ায় সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের কোনো স্থান হবে না। বিএনপি কোনো অপরাধীকে দলে প্রশ্রয় দেয় না। অপরাধীর একমাত্র পরিচয়—সে অপরাধী; সে কোনো রাজনৈতিক দলের হতে পারে না।
তিনি আরও বলেন,স্টার জুট মিলসহ এ অঞ্চলের বন্ধ হওয়া সব শিল্প-কারখানা বিএনপি সরকার ক্ষমতায় এলে পুনরায় চালু করা হবে। কর্মসংস্থানের সুবর্ণ সুযোগ আবার ফিরিয়ে আনা হবে। দিঘলিয়ার লবণাক্ততা ও বিশুদ্ধ পানির সংকট দূর করতে আধুনিক ওয়াটার প্লান্ট স্থাপন করা হবে। পুরো অঞ্চলকে পরিকল্পিতভাবে উন্নত নগরায়নের আওতায় আনা হবে।
সরকারের সমালোচনা করে তিনি বলেন,আওয়ামী লীগ এখন জনগণ থেকে বিচ্ছিন্ন। ফ্যাসিস্ট মাফিয়া আচরণের কারণে তাদের নেতৃত্ব বিদেশে পালিয়ে গেছে। এ সুযোগে দ্বিতীয় সারির দল জামায়াত নিজেদের আওয়ামী লীগের বিকল্প ভাবতে শুরু করেছে। কিন্তু জনগণ বিএনপিকেই পরিবর্তনের আশা হিসেবে দেখছে।
সুধী সমাবেশে সভাপতিত্ব করেন শেখ মোসলেম উদ্দিন।এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলি জুলু, অধ্যাপক বাবুল, উপজেলা বিএনপির সভাপতি মোল্লা সাইফুর রহমান মিন্টু, রকিব মল্লিক, মোল্লা নাজমুল হক, মোজাম্মেল শরীফ, মোল্লা মনিরুজ্জামান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু, সেতারা সুলতানা, আবুল কাশেম, রেজাউল ইসলাম রেজা, নয়ন মোড়ল, পলি বেগম, কুদরতি ইলাহি স্পিকার, আবদুল কাদের জনি, মনিরুল গাজী, রিনা পারভীন, সালমা বেগম, লিটন শেখ, হিমেল গাজী ও সাজিদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
হেলাল আরও বলেন,বিএনপি ক্ষমতায় গেলে ভবিষ্যৎ বাংলাদেশ হবে প্রতিশোধহীন, সুস্থ ও ইতিবাচক রাজনীতির দেশ।

আরও পড়ুন
নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি জনগণকে গণতন্ত্র ফিরিয়ে দেবে- প্রিন্স
কুমিল্লায় ৪ ডিসেম্বর হচ্ছে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন, প্রধান অতিথি ধর্মবিষয়ক উপদেষ্টা
আমেরিকার নিউ ইউর্কে চট্টগ্রাম সমিতি’র উদ্যোগে ব্যারিস্টার মনোয়ার হোসেন সম্বর্ধিত