চিনি উৎপাদনকারী রাষ্ট্রায়ত্ত মিলগুলোর খুচরা মূল্য কেজিপ্রতি সর্বোচ্চ ১৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি)। ফলে কেজিপ্রতি চিনির দাম বাড়ল ২০ টাকা।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) চিনির নতুন দর নির্ধারণ করে একটি আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করেছে বিএসএফআইসি।
প্রজ্ঞাপনে বলা হয়, পণ্যটির আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে বিএসএফআইসির উৎপাদিত চিনির বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে।
এখন থেকে মিল গেটে করপোরেশনের ৫০ কেজির বস্তা চিনির বিক্রয়মূল্য ৭ হাজার ৫০০ টাকা (প্রতি কেজি ১৫০ টাকা) এবং ডিলার পর্যায়ে ৭ হাজার ৮৫০ টাকা (প্রতি কেজি ১৫৭ টাকা) নির্ধারণ করা হয়েছে।
করপোরেশনের মিল গেট বা করপোরেট সুপার শপগুলোতে এক কেজি প্যাকেটজাত চিনি বিক্রির হার ১৫৫ টাকা এবং চিনি শিল্প ভবনের সুপার শপ, বেজমেন্ট ও মার্কেটে প্রতি কেজি প্যাকেটজাত চিনি বিক্রির সর্বোচ্চ মূল্য ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।
—-ইউএনবি

আরও পড়ুন
পাচার হওয়া অর্থ ফেরত আনতে ৪-৫ বছর সময় লাগে: গভর্নর
বিশ্বব্যাংকের সালিশি আদালতে এস আলমের করা আবেদনের বিরুদ্ধে লড়বে সরকার: গভর্নর
ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনবে সরকার