January 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, January 20th, 2022, 7:53 pm

প্রতি রাতে অ্যাডেলের আয় ৬ কোটি

অনলাইন ডেস্ক :

গ্র্যামি ও অস্কারজয়ী ব্রিটিশ গায়িকা অ্যাডেল। তুমুল জনপ্রিয় এই গায়িকা ছয় বছর পর ২০২১ সালে মুক্তি দিয়েছেন নিজের চতুর্থ অ্যালবাম ‘৩০’। যা এর মধ্যেই পেয়েছে গেল বছরের সবচেয়ে বেশি বিক্রি হওয়া অ্যালবামের স্বীকৃতি। শুধু এই অ্যালবামই নয়, বিশ্বের সবচেয়ে বেশি রেকর্ড বিক্রি হওয়া শিল্পীর একজন অ্যাডেল এবার প্রতি রাতে পাঁচ লাখ পাউন্ড (প্রায় পাঁচ কোটি ৮৯ লাখ টাকা) আয়ের বন্দোবস্ত করেছেন! ২১ জানুয়ারি থেকে ১৬ এপ্রিল পর্যন্ত কয়েক দফায় যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের কোলোসিয়াম থিয়েটারে পারফর্ম করবেন অ্যাডেল। যেখানে টিকিট বিক্রি থেকে তাঁর এই আয় হবে। আয়োজকরা গায়িকার থাকার জন্যও বিশেষ ব্যবস্থা করেছেন। ভাড়া করা হয়েছে বিলাসবহুল রিসোর্ট। সেখানে থাকতে প্রতিদিনের খরচ ৩০ হাজার পাউন্ড (প্রায় ৩৫ লাখ টাকা)। ২০১৫ সালে তৃতীয় অ্যালবাম মুক্তির পর কয়েকটি কনসার্টে অংশ নিয়ে অনেকটা নিভৃতে চলে যান অ্যাডেল। এরপর হয় তাঁর বিচ্ছেদ। গেল বছর ১০০ পাউন্ড ওজন ঝরিয়ে চমকে দেন ভক্তদের। হালে ধনী ব্যবসায়ী রিচ পলের সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। তাদের দুজনকে বেশ কয়েকটি অনুষ্ঠানেও দেখা গেছে। সূত্র : বিজনেস ইনসাইডার।