অনলাইন ডেস্ক :
প্রয়াত সংগীতশিল্পী খালিদ হাসান মিলুর দুই ছেলেÑপ্রতীক হাসান ও প্রীতম হাসান। দুজনই এখন গানের জগতে প্রতিষ্ঠিত। স্বভাবে এক ভাই অন্যের বিপরীত। প্রতীক নিয়মিত কনসার্ট করেন। ঘুরে বেড়ান দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। প্রীতম আবার খানিকটা ঘরকুনো। সব সময় ষ্টুডিওতে কাজ নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করেন। আড়াই বছর আগে প্রতীকের আবদারে একটি কনসার্টে অংশ নিয়েছিলেন তিনি। এরপর আর কোনো কনসার্টে দেখা যায়নি তাঁকে। অনেক প্রস্তাব পেলেও রাজি হননি খোলা মাঠে গাইতে। ১৮ জানুয়ারি প্রতীকের অনুরোধেই আবার কনসার্ট করতে রাজি হন প্রীতম। দুই ভাই একসঙ্গে রাজধানীর পূর্বাচলে ৩০০ ফুট রাস্তা সংলগ্ন ক্যাফেস টেবিল কোর্টসাইডে আয়োজিত কনসার্টে গেয়েছেন। দুই ভাইয়ের সঙ্গে একই মঞ্চে গান করেছেন তাসনিম আনিকাও। প্রতীক বলেন, ‘আমার মাধ্যমে প্রীতমের অনেক কনসার্টের প্রস্তাব আসে। তবে সে বলত, নিজের জনপ্রিয় ছয়-সাতটি গান না হওয়া পর্যন্ত কনসার্টে নিয়মিত হবে না। এখন অবশ্য প্রীতমের অনেক জনপ্রিয় গান হয়েছে। মনে হয় সে নিয়মিত কনসার্টে অংশ নেবে। দুজন একসঙ্গে মঞ্চে গান করতেও খুব আনন্দ হয়। একদিন সে পুরো দেশ মাতাবে।’
আরও পড়ুন
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত
শক্তিমান অভিনেতা প্রবীর মিত্র আর নেই
এবার ‘তদন্ত কর্মকর্তা’ হয়ে সিনেমা হলে মোশাররফ করিম