টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের প্রত্নত্মাত্তিক ঐতিয্য রক্ষা, খাল-বিল জলাধার দুষন ও দখলমুক্ত করার দাবিতে মানবন্ধন কর্মসুচি পালিত হয়েছে। বুধবার দুপুরে শহরের নিরালা মোড়ে এ মানবন্ধন কর্মসুচির আয়োজন করে নাগরিক অধিকার সুরক্ষা কমিটি।
মানববন্ধনে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় সকল প্রকার অনিয়ম-দুর্নীতি, অবৈধ দখলদার ও চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান। একই সাথে শহরের মাঝখান দিয়ে প্রবাহিত শ্যামাপদ খাল,ভাসানী হল সংস্কার, ব্রাহ্ম সমাজের মন্দিরসহ হারিয়ে যাওয়া ও দখল হওয়া সকল ঐতিয্য রক্ষার দাবি জানানো হয়।
ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচিতে বক্তব্য রাখেন, টাঙ্গাইল নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও প্রবীন রাজনীতিক হামিদুল হক মোহন, কবি ও সাংবাদিক এডভোকেট খান মোহাম্মদ খালেদ, টাঙ্গাইল কালচারাল রিফর্মেশন ফোরামের সভাপতি আবুল কালাম মোস্তফা লাবু, নাগরিক অধিকার সুরক্ষার সাধারন সম্পাদক নুর মোহাম্মদ রাজ্য, সদস্য ফরহাদ হোসেন, পরিবেশ পরিবেশবিদ ফজলে সানি প্রমুখ।
আরও পড়ুন
রংপুরে জুলাই যোদ্ধাদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নাসিরনগরে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা
মাভাবিপ্রবিতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত