January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, January 12th, 2025, 5:55 pm

প্রথমদিনেই বক্স অফিসে বাজিমাত

অনলাইন ডেস্ক:

মুক্তি পেয়েছে লায়ন্সগেটের ক্রাইম সিক্যুয়েল ‘ডেন অব থিভস ২ : প্যানটেরা’ সিনেমাটি। ৩০০৮টি সিনেমা হলে মুক্তি পেয়েছে সিনেমাটি। আর মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে বেশ ভালো দাপট দেখিয়েছে। আয় করে নিয়েছে ৫.৮ মিলিয়ন ডলার। এই আয় দিয়ে বর্তমানে বক্স অফিসে প্রথম স্থান দখল করেছে সিনেমাটি।

একই সময়ে বহুল আলোচিত ‘বেটার ম্যান’ ছবিটি ১,২৯১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। উদ্বোধনী দিনে মাত্র ৫ লাখ আশি হাজার ডলার আয় করেছে বায়োপিকটি। এছাড়া ডিজনির ‘মুফাসা’ দ্বিতীয় স্থানে ফিরে এসেছে ২.৯ মিলিয়ন ডলার আয় করে। চতুর্থ সপ্তাহে মোট প্রায় ১২ মিলিয়ন ডলার আয় করতে পেরেছে সিনেমাটি। পাশাপাশি ‘সনিক ৩’ ছবির আয় ৮.৬ মিলিয়ন ডলার হতে পারে এবং ‘নসফেরাতু’ হরর ফিল্মটি তার তৃতীয় সপ্তাহে ৬.৩ মিলিয়ন আয় করতে যাচ্ছে।

এদিকে ১.২ মিলিয়ন ডলার আয় দিয়ে মোট ৪৩০ মিলিয়ন ডলারে আয়ের ঘরে পৌঁছেছে ‘মোয়ানা ২’।

২০১৮ সালে মুক্তি পায় ‘ডেন অফ থিভস’। সেটিও ভালো ব্যবসা করেছিল। তবে প্রথম পর্বের চেয়ে উদ্বোধনী আয়ে খানিকটা এগিয়ে আছে ‘ডেন অফ থিভস ২: পানটেরা’।

প্রদর্শক লায়ন্সগেট স্টুডিও আশা করছে, জানুয়ারির মতো সাধারণত কম জনসমাগমের মাসেও ভালো আয় করতে সক্ষম হবে সিক্যুয়েলটি। এর মোট বাজেট ৪০ মিলিয়ন ডলার। দ্রুতই লগ্নির টাকা ঘরে তুলবে ‘ডেন অফ থিভস ২: পানটেরা’।

চলচ্চিত্রটি ইতোমধ্যেই বি+ গ্রেড পেয়ে দর্শকদের কাছ থেকে ভালো প্রতিক্রিয়াও পেয়েছে এ সিনেমাটি।

‘পানটেরা’ ছবিতে আবারও বড়নিক চরিত্রে অভিনয় করেছেন জেরার্ড বাটলার। গল্পে দেখা যায়, তিনি ইউরোপে গিয়ে হেইস্ট মাস্টারমাইন্ড ডনি (ও’শিয়া জ্যাকসন জুনিয়র) কে খুঁজে বের করার চেষ্টা করেন। এই চলচ্চিত্রটির পরিচালনা করেছেন ক্রিস্টিয়ান গুডেগাস্ট।