January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, February 17th, 2022, 8:35 pm

প্রথমবারের মতো নুসরাত ফারিয়ার বিপরীতে যশ

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার সিনেমা দিয়ে চিত্রনায়িকা হিসেবে ক্যারিয়ার শুরু করেন নুসরাত ফারিয়া। পরবর্তীতে দেশের প্রযোজনায় কাজ করলেও যৌথ প্রযোজনার পাল্লাটা ভারী তার। আর এতে দেশের পাশাপাশি ওপার বাংলাতেও তার রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। তাই এবার টলিউডের একক প্রযোজিত সিনেমায় প্রথম দেখা যাবে ফারিয়াকে।
‘রকস্টার’ শিরোনামে সিনেমাটিতে টলিউডের যশ দাশগুপ্তের সঙ্গে জুটি বেঁধেছেন নুসরাত ফারিয়া। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁর নিজের ভেরিফাইড পেইজ থেকে খবরটি নিজেই জানিয়েছেন এই নায়িকা।
বাংলাদেশের শাপলা মিডিয়ার অঙ্গপ্রতিষ্ঠান শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের প্রযোজনায় ‘রকস্টার’ নির্মিত হচ্ছে। পরিচালনা করছেন অংশুমান প্রত্যুষ। মূলত ভারতে মুক্তি পাবে এই সিনেমা। তবে বাংলাদেশেও মুক্তি পেতে পারে বলে জানা গেছে।
অন্যদিকে ফারিয়া কলকাতার একক প্রযোজনার আরও দুটি সিনেমায় চুক্তিবদ্ধ রয়েছেন। সিনেমা দুটি হলো- ‘ভয়’ ও ‘বিবাহ অভিযান টু’। অন্যদিকে বাংলাদেশে মুক্তির অপেক্ষায় আছে নুসরাত ফারিয়া অভিনীত ‘বঙ্গবন্ধু’ ও ‘অপারেশন সুন্দরবন’।

—ইউএনবি