অনলাইন ডেস্ক :
প্রথমবারের মতো নিজেদের মাঠে বিদেশি দলের বিপক্ষে রাগবি সিরিজ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ রাগবি ফেডারেশন। প্রতিযোগিতাটির নাম দেওয়া হয়েছে বঙ্গবন্ধু বাংলাদেশ-নেপাল আন্তর্জাতিক পুরুষ রাগবি সিরিজ। আর্মি স্টেডিয়ামে আগামীকাল মঙ্গলবার শুরু হবে এই সিরিজ। উদ্বোধনী দিনে সেভেন-এ সাইডে বাংলাদেশ-নেপাল দুটি ম্যাচ খেলবে। বুধবার হবে ফিফটিন-এ সাইডের একমাত্র ম্যাচটি। ২০০৭ সাল থেকে বাংলাদেশে রাগবির পথচলা শুরু। মাঝের সময় বাংলাদেশ দল দেশের বাইরে খেলেছে। এই প্রথম দেশের মাঠে আন্তর্জাতিক সিরিজ আয়োজন করছে ফেডারেশন। সংস্থাটির সাধারণ সম্পাদক মৌসুম আলী জানালেন স্থানীয় পর্যায়ে রাগবি ছড়িয়ে দিতে বিদেশি দলের সঙ্গে খেলার উদ্যোগ নেওয়ার কথা। “অনেক দিন ধরে আমরা রাগবি চালিয়ে নিচ্ছি। এতদিন আমরা দেশের বাইরে খেলতেও গিয়েছি। এখন নিজেদের মাঠে আন্তর্জাতিক প্রতিযোগিতা করা প্রয়োজন। তাছাড়া প্রতি বছর একটি করে আন্তর্জাতিক টুর্নামেন্ট করার বাধ্যবাধকতাও আছে এশিয়ান রাগবির পক্ষ থেকে। এজন্যই এই সিরিজের আয়োজন।” “ইন্দোনেশিয়া, সিরিয়া, লাওস-এই সব দলকে দেশের বাইরে আমরা হারিয়েছি। কিন্তু দেশে খেলাটির প্রচলন আরও বৃদ্ধি করতে হলে আমাদের নিজেদের মাঠে খেলতে হবে। এ চিন্তা থেকে আমরা নেপালের বিপক্ষে সিরিজ আয়োজন করছি।” এ সিরিজের পৃষ্ঠপোষকতা করছে হা-মীম গ্রুপ।
আরও পড়ুন
ঝোড়ো ইনিংস খেলে কেন মাহমুদউল্লাহকে কৃতিত্ব দিলেন রিশাদ?
বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ
মুখোমুখি হচ্ছেন সাকিব-তামিম