নিজস্ব প্রতিবেদক:
কোভিড-১৯ পরিস্থিতি, শিক্ষার্থীদের অর্থ ও সময় সাশ্রয়ের লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা এবং সাতটি বিভাগীয় শহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।
শুক্রবার সকাল ১১ টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একেএম গোলাম রব্বানী বলেন, শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
ঢাবির উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা বিভিন্ন বিভাগের বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদের জানিয়েছে যে পরীক্ষা সুষ্ঠুভাবে চলছে। শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে চলছে।’
যাত্রাবাড়ী এলাকায় গৃহবধূ সুলতানা মিশু ভর্তি পরীক্ষায় অংশ নিতে তার মেয়েকে নিয়ে উপস্থিত হন।
তিনি বলেন, ‘আমরা খুশি কারণ এ বছর কর্তৃপক্ষ আটটি বিভাগে একযোগে ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। রাস্তায় যান চলাচল কম এবং আমরা কোনো ঝামেলার সম্মুখীন হইনি।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সাত্তার বলেন, ‘ভর্তি পরীক্ষা নিয়ে কোনো অভিযোগ নেই এবং আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছি।’
তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১২টি একাডেমিক ভবনে মোট ১৪ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে।
ঢাকার বাইরে যেসব বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হয়েছে সেগুলো হলো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় এবং রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।
এছাড়া ‘খ’ ইউনিট ২ অক্টোবর, ‘গ’ ইউনিট ২২ অক্টোবর এবং ‘ঘ’ ইউনিট ২৩ অক্টোবর এবং ‘চ’ ইউনিটের পরীক্ষা ৯ অক্টোবর হবে।
ঢাবিতে এবার প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন গড়ে ৪৫ জন শিক্ষার্থী। সব মিলিয়ে ৭ হাজার ১৪৮টি আসনের বিপরীতে মোট ৩ লাখ ২৪ হাজার ৩৪০ জন শিক্ষার্থী আবেদন করেছেন এবার।
আরও পড়ুন
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন