আগের সব রেকর্ড ভেঙে ২০২৫ সালে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। প্রথমবারের মতো ব্যাংকিং চ্যানেলে কোনো এক বছরে ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে প্রবাসী আয়। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছর প্রবাসীরা মোট ৩ হাজার ২৮২ কোটি ডলার সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন।
এর আগের বছর ২০২৪ সালে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ৬৮৯ কোটি ডলার। সে হিসেবে এক বছরে প্রবাসী আয় বেড়েছে ৫৯৩ কোটি ডলার, যা প্রবৃদ্ধির হিসাবে ২২ দশমিক ০৫ শতাংশ। ২০২৪ সালের উচ্চ প্রবৃদ্ধির ধারাবাহিকতায় ২০২৫ সালেও রেমিট্যান্স বৃদ্ধির এই ধারা পুরো অর্থনীতিকে স্বস্তিতে রেখেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বছরভিত্তিক রেমিট্যান্সের পাশাপাশি একক মাস হিসেবেও রেকর্ড গড়েছে প্রবাসী আয়। ভোটের আগে গত ডিসেম্বর মাসে দ্বিতীয়বারের মতো ৩ বিলিয়ন ডলারের ঘর ছাড়িয়েছে রেমিট্যান্স। ওই মাসে প্রবাসীরা মোট ৩২৩ কোটি ডলার দেশে পাঠিয়েছেন, যা এক মাসে এ যাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ।
এর আগে রমজান ও ঈদকে কেন্দ্র করে গত বছরের মার্চ মাসে সর্বোচ্চ ৩৩০ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল। এছাড়া গত নভেম্বরে ২৮৯ কোটি ডলার এবং আগের বছরের ডিসেম্বরে ২৬৪ কোটি ডলার দেশে পাঠিয়েছিলেন প্রবাসীরা। সাধারণত প্রতিবছর ঈদকে কেন্দ্র করে রেমিট্যান্স বাড়লেও এবার রমজানের আগেই এই রেকর্ড প্রবাহ দেখা গেছে।
রেমিট্যান্সের এই ঊর্ধ্বমুখী প্রবণতার সরাসরি প্রভাব পড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভে। ডলার প্রবাহ বাড়ায় বাজার থেকে ব্যাপকভাবে ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক। গত বছর বিভিন্ন ব্যাংক থেকে মোট ৩১৩ কোটি ৫৫ লাখ ডলার কেনা হয়েছে।
সব মিলিয়ে ৩০ ডিসেম্বর পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৩ দশমিক ১৯ বিলিয়ন ডলার। আর বিপিএম৬ অনুযায়ী রিজার্ভ হয়েছে ২৮ দশমিক ৫২ বিলিয়ন ডলার, যা গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ।
দেশের ইতিহাসে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলার ছাড়িয়েছিল ২০২১ সালের আগস্টে। এরপর ধারাবাহিকভাবে কমতে কমতে আওয়ামী লীগ সরকার পতনের সময় তা নেমে আসে ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে। বাংলাদেশ ব্যাংক ২০২১ সালের মাঝামাঝি থেকে রিজার্ভ থেকে প্রায় ২৮ বিলিয়ন ডলার বিক্রি করে।
এনএনবাংলা/

আরও পড়ুন
হাদির হত্যার বিচার নিয়ে তাড়াহুড়া করার সুযোগ নেই: পররাষ্ট্র উপদেষ্টা
যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ফ্লোরিডায় বিএনপির পক্ষ থেকে ফ্লোরিডার বিভিন্ন মসজিদে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ইরাকস্থ বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থার দোয়া মাহফিল