বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে প্রথমবারের মতো উপস্থিত হয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোববার দুপুর ১টা ৪২ মিনিটে তাঁর গাড়িবহর গুলশান এলাকায় অবস্থিত চেয়ারপারসনের কার্যালয়ে প্রবেশ করে। গুলশান অ্যাভিনিউয়ের বাসা থেকে তিনি সরাসরি এই কার্যালয়ে আসেন।
কার্যালয়ে পৌঁছানোর পর তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও রুহুল কবির রিজভী।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল, মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন, চেয়ারপারসনের কার্যালয়ের কর্মকর্তারা এবং বগুড়া জেলার নেতৃবৃন্দ।
শুভেচ্ছা বিনিময় শেষে তারেক রহমান কার্যালয়ের দোতলায় অবস্থিত নিজের চেম্বারে গিয়ে বসেন। উল্লেখ্য, নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়েও তাঁর জন্য একটি পৃথক চেম্বার প্রস্তুত করা হয়েছে।
প্রসঙ্গত, দীর্ঘ ১৭ বছর পর গত বৃহস্পতিবার লন্ডন থেকে দেশে ফেরেন তারেক রহমান। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার উদ্দেশ্যে সুপ্রিম কোর্টের জামিনে সপরিবারে তিনি লন্ডনে গমন করেছিলেন।
এনএনবাংলা/

আরও পড়ুন
আ.লীগ ভুল স্বীকার না করলে জনগণ ক্ষমা করবে না: শফিকুল আলম
খালেদা জিয়ার কবর জিয়ারতে মানুষের ঢল: কেউ করছেন দোয়া, কারও চোখে পানি
৭ জানুয়ারির পর সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের