আগামী বছর প্রথমবারের মতো সৌদি আরবে অনুষ্ঠিত হতে যাচ্ছে পেশাদার নারী টি-২০ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। ‘উইমেন্স ওয়ার্ল্ড টি-২০ চ্যালেঞ্জ’ নামের এ আসরটি আয়োজন করবে ফেয়ার ব্রেক ও সৌদি ক্রিকেট কর্তৃপক্ষ যৌথভাবে।
এর আগে ফেয়ার ব্রেক ২০২২ সালে দুবাই ও ২০২৩ সালে হংকংয়ে আয়োজন করেছিল ‘ফেয়ার ব্রেক গ্লোবাল ইনভাইটেশন টি-২০’। ২০২৪ সালে টুর্নামেন্টটি যুক্তরাষ্ট্রে হওয়ার কথা থাকলেও তা মাঠে গড়ায়নি।
সৌদি আরবে এবারই প্রথম কোনো নারী টি-২০ লিগ হতে যাচ্ছে। দেশটির লক্ষ্য—পরবর্তী পাঁচটি আসর নিয়মিতভাবে আয়োজন। এতে বিশ্বের অন্তত ৩৫টি দেশের নারী ক্রিকেটাররা অংশ নেবেন বলে জানিয়েছে আয়োজক সংস্থা।
ফেয়ার ব্রেক একটি বেসরকারি প্ল্যাটফর্ম, যা ২০১৩ সালে নারীদের ক্রীড়া সমতা প্রতিষ্ঠার লক্ষ্যে যাত্রা শুরু করে। ছয় দলের এই ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজনের জন্য ইতোমধ্যে আইসিসির অনুমতিও পেয়েছে প্রতিষ্ঠানটি। সৌদির ভিশন ২০৩০—ক্রিকেটের প্রসার এবং নারীদের খেলাধুলা এগিয়ে নেওয়ার অংশ হিসেবেই এই টুর্নামেন্টের উদ্যোগ।
সৌদিতে ক্রিকেটের বিপুল সম্ভাবনা তৈরি করতে দেশটি জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি জেদ্দায় অনুষ্ঠিত হয়েছে আইপিএল ২০২৪ নিলাম। পাশাপাশি আইপিএলের সঙ্গে সৌদি প্রতিষ্ঠানের রয়েছে বড় অঙ্কের স্পন্সর চুক্তি।
আবার আইএল টি-২০ লিগের কিছু ম্যাচও সৌদি আরবে করার পরিকল্পনা রয়েছে, যেখানে প্রতিটি দলে অন্তত একজন সৌদি ক্রিকেটার রাখা বাধ্যতামূলক। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে মেয়েদের ফ্র্যাঞ্চাইজি লিগও।
এনএনবাংলা/

আরও পড়ুন
ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’: ৪ সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি, মাছ ধরতে যাওয়া নিষেধ
তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে অভিবাসন ‘স্থায়ীভাবে বন্ধ’ ঘোষণা ট্রাম্পের
বাহরাইনকে হারিয়ে এশিয়ান কাপের দ্বারপ্রান্তে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল