December 22, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, December 21st, 2025, 4:30 pm

প্রথম আলো-ডেইলি স্টার হামলা গণতন্ত্রের জন্য ভয়াবহ মুহূর্ত: ইইউ রাষ্ট্রদূত

 

ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর হামলা বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি ভয়াবহ মুহূর্ত সৃষ্টি করেছে। মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের কার্যক্রমে এ ধরনের হস্তক্ষেপ মোটেও গ্রহণযোগ্য নয়।

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে গিয়ে সহমর্মিতা প্রকাশকালে তিনি এসব মন্তব্য করেন। তিনি আরও বলেন, “বাংলাদেশ যখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিকে এগোচ্ছে, তখন মতপ্রকাশের স্বাধীনতার পরিসর বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন ঘটনার পুনরাবৃত্তি আমরা আর কখনোই দেখতে চাই না।”

মাইকেল মিলার হামলা ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত প্রথম আলো ভবনের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে কথা বলে সুনির্দিষ্ট তথ্য সংগ্রহ করেন। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।

তিনি আরও গুরুত্বারোপ করেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হতে পারে, সে জন্য গণমাধ্যমের প্রকাশনা কার্যক্রম চালু রাখা, সংবাদ পরিবেশন অব্যাহত রাখা এবং সবার জবাবদিহি নিশ্চিত করা জরুরি।”

এ সময় প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক, উপ-সম্পাদক লাজ্জাত এনাব মহসি ও হেড অব অনলাইন শওকত হোসেন ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেন এবং হামলার সার্বিক পরিস্থিতি তুলে ধরেন।

এনএনবাংলা/