অনলাইন ডেস্ক :
থালাপাতি বিজয় অভিনীত আলোচিত সিনেমা ‘বারিসু’। ভামসি পায়দিপল্লী পরিচালিত এ সিনেমায় বিজয়ের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। গত বুধবার মুক্তি পেয়েছে এ সিনেমার তামিল-হিন্দি ভার্সন। মুক্তির প্রথম দিনে বক্স অফিসে সাড়া ফেলেছে সিনেমাটি। স্যাকনিল্ক ডটকমের তথ্য অনুসারে ‘বারিসু’ সিনেমাটি তামিল নাড়ুতে আয় করেছে ১৭ কোটি রুপি, কর্নাটকে ৫ কোটি রুপি, কেরালায় ৩.৫ কোটি রুপি, অন্যান্য রাজ্যে ১ কোটি রুপি আয় করেছে ‘বারিসু’। যার মোট আয় দাঁড়িয়েছে ২৬.৫০ কোটি রুপি। ইন্ডিয়া ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, মুক্তির দিনেই বক্স অফিসে দারুণ পারফর্ম করেছে ‘বারিসু’। অনেক জায়গায় ভোর ৪টায় শো শুরু হয়েছে। বক্স অফিসে সিনেমাটির দাপট আরো বাড়বে। বিশেষ করে আগামী শনি-রোববার এ সিনেমার বক্স অফিসের আসল চিত্র বোঝা যাবে। পারিবারিক গল্প নিয়ে নির্মিত হয়েছে বিজয়-রাশমিকার এই সিনেমা। শ্রী ভেঙ্কটেশ্বর ক্রিয়েশন্সের ব্যানারে এটি প্রযোজনা করছেন দিল রাজু। আগামীকাল শনিবার তেলেগু ভাষায় ‘বারিসুড়ু’ শিরোনামে মুক্তি পাবে। মুক্তির আগেই সিনেমাটি ১০০ কোটি রুপি আয় করেছে।
আরও পড়ুন
‘সন্দেহের ছায়ায়’ উত্তাপ ছড়ালেন জয়া
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!
সাকিব এবং তামিমের বিদায় নিশ্চিত হয়েই গেল