January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, December 19th, 2021, 7:34 pm

প্রথম দিন শেষে উত্তরাঞ্চলের সংগ্রহ ২৪৬ রান

অনলাইন ডেস্ক :

রানের খাতাই খুলতে পারেননি দুই ওপেনার। দুই অঙ্ক ছুঁলেও বেশিদূর যেতে পারেননি টপ অর্ডারের আরেক ব্যাটসম্যান। অমন বাজে শুরুর পর লড়াকু সেঞ্চুরিতে দলকে টানলেন নাঈম ইসলাম। মার্শাল আইয়ুব ও মাহিদুল ইসলামের সঙ্গে দুটি জুটিতে বিসিবি দক্ষিণাঞ্চলের বিপক্ষে প্রথম ইনিংসে বিসিবি উত্তরাঞ্চলকে গড়ে দিলেন বড় সংগ্রহের ভিত। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ডের ম্যাচের প্রথম দিনের খেলা শেষে উত্তরাঞ্চলের সংগ্রহ ৪ উইকেটে ২৪৬ রান। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৮তম সেঞ্চুরি পাওয়া নাঈম খেলছেন ১২৬ রানে। অবিচ্ছিন্ন পঞ্চম উইকেট জুটিতে তার সঙ্গে ১৩২ রান যোগ করা মাহিদুলের রান ৫৩। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নেওয়া দক্ষিণাঞ্চলের শুরুটা হয় স্বপ্নের মতো। দুই বাঁহাতি ওপেনারকে শূন্য রানে ফেরান নাহিদুল ইসলাম। তানজিদ হাসানকে ম্যাচের প্রথম ওভারেই বোল্ড করে দেওয়া এই অফ স্পিনারের বলে ফরহাদ রেজাকে ক্যাচ দেন পারভেজ হোসেন। তিন ওভারের মধ্েয দুই ওপেনারকে হারানো উত্তরাঞ্চল প্রাথমিক প্রতিরোধ গড়ে জুনায়েদ সিদ্দিক ও নাঈম ইসলামের ব্যাটে। ক্রিজে বেশ কিছুটা সময় কাটানো জুনায়েদকে এলবিডব্লিউ করে দেন নাসুম আহমেদ। প্রথম ঘণ্টায় তিন উইকেট হারানো দলটি দিনের বাকি সময়ে হারায় কেবল একটি উইকেট। সহজাত সাবধানী ব্যাটিংয়ে দিনভর প্রতিরোধ চালিয়ে যান নাঈম। চতুর্থ উইকেটে তার সঙ্গে ৯০ রানের জুটি গড়েন অধিনায়ক মার্শাল আইয়ুব। অফ স্পিনার মেহেদির বলে এলবিডব্লিউ হয়ে ৪৭ রানে থামেন মার্শাল। আগের ম্যাচে সেঞ্চুরি করা ডানহাতি এই মিডল অর্ডার ব্যাটসম্যানের ৭৩ বলের ইনিংস গড়া পাঁচটি চারে। ১৪১ বলে ফিফটি স্পর্শ করেন নাঈম। তার সঙ্গে মাহিদুলের জুটি পঞ্চাশে যায় ১০৮ বলে। তৃতীয় সেশনে তিন অঙ্কে পা রাখেন নাঈম, ২৫১ বলে। তার ২৯৭ বলের ইনিংসে ১৪ চারের পাশে ছক্কা একটি। পঞ্চম উইকেটে তার সঙ্গে জুটির রান একশ ছোঁয়ার পর ফিফটি স্পর্শ করেন মাহিদুল। প্রথম শ্রেণির ক্রিকেটে ২২ বছর বয়সী এই কিপার ব্যাটসম্যানের এটি পঞ্চম ফিফটি। শেষ সাত ম্যাচে চতুর্থ ফিফটি পেলেন মাহিদুল। এর মধ্যে আছে ক্যারিয়ার সেরা ৯২ রানের ইনিংসও। আগের ১৭ ম্যাচে তার ফিফটি কেবল একটি। নিজের প্রথম দুই ওভারে উইকেট পেলেও বাকি সময়ে আর কোনো সাফল্য পাননি নাহিদুল। ২৪ ওভার বোলিং করা বাঁহাতি স্পিনার নাসুম মেডেন নিতে পারেন কেবল একটি ওভার।
সংক্ষিপ্ত স্কোর:
উত্তরাঞ্চল ১ম ইনিংস: ৯২ ওভারে ২৪৬/৪ (তানজিদ ০, পারভেজ ০, জুনায়েদ ১৫, নাঈম ১২৬*, মার্শাল ৪৭, মাহিদুল ৫৩*; নাহিদুল ১৭-৬-৩১-২, সুমন ১৫-১-৪৩-০, নাসুম ২৪-১-৭২-১, মেহেদি রানা ১৩-৩-৪০-০, ফরহাদ ৬-১-৮-০, মেহেদি ১৭-৪-৪৭-১)