December 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, December 9th, 2024, 5:41 pm

প্রথম বাংলাদেশি হিসেবে ছক্কার ডাবল-সেঞ্চুরি মাহমুদউল্লাহর

নিজস্ব প্রতিবেদক:

আন্তর্জাতিক ক্রিকেটে ২০০ ছক্কার মাইলফলকে পৌঁছেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে ছক্কার ডাবল-সেঞ্চুরি হাঁকালেন অভিজ্ঞ ক্রিকেটার। বিশ্বের ৪১তম ক্রিকেটার হিসেবে এই রেকর্ড করেছেন তিনি।

গতকাল রোববার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ৪৪ বলে ৫০ রানের অপরাজিত ইনিংস খেলেন মাহমুদউল্লাহ। এই ইনিংস খেলার পথে তিনটি করে চার ও ছক্কা হাঁকান ৩৮ বছর বয়সী তারকা। এতেই রেকর্ড গড়ে ফেলেন তিনি।

বাংলাদেশ ইনিংসের শেষ ওভারের প্রথম বলে রোমারিও শেফার্ডকে ছক্কা মেরে মাইলফলক স্পর্শ করেন মাহমুদউল্লাহ।

২০০৭ সালে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করা মাহমুদউল্লাহর ছক্কার সংখ্যা এখন বরাবর ২০০। এসব ওভার-বাউন্ডারি হাঁকাতে তাকে খেলতে হয়েছে মোট ৪৩০ ইনিংস। এর মধ্যে টেস্টে ২৪টি, ওয়ানডেতে ৯৯টি ও টি-টোয়েন্টিতে ৭৭টি ছক্কা হাঁকান মাহমুদউল্লাহ।

তিন ফরম্যাটে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর তালিকায় দ্বিতীয়স্থানে আছেন তামিম ইকবাল। ৪৪৮ ইনিংসে ১৮৮টি ছক্কা হাঁকিয়েছিলেন বাঁহাতি টাইগার ওপেনার।

ছক্কা হাঁকানোর তালিকায় তৃতীয় বাংলাদেশি হলেন মুশফিকুর রহিম। ৫২১ ইনিংসে ১৭৩টি ছক্কা হাঁকিয়েছেন ডানহাতি অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার। ৪৯১ ইনিংসে ১৩৫ ছক্কা হাঁকিয়ে চতুর্থ স্থানে আছেন বাঁহাতি টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।

সেরা ৫ জনের মধ্যে আছেন লিটন দাস। তিনি হাঁকিয়েছেন ১১৯টি ওভার-বাউন্ডারি। সৌম্য সরকার ১০৯ ও মাশরাফি বিন মর্তুজার ছক্কা ১০৭টি।

দেশি ক্রিকেটারদের ছাড়িয়ে গেলেও আন্তর্জাতিক পরিমণ্ডলে ছক্কা হাঁকানোয় অনেক পিছিয়ে মাহমুদউল্লাহ।

আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ডটি ভারতীয় ব্যাটার রোহিত শর্মার নামের পাশে লেখা। ডানহাতি মারকুটে এই ব্যাটার ক্যারিয়ার জুড়ে হাঁকিয়েছেন ৬২৪টি ছক্কা। এরপর ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ৫৫৩, পাকিস্তানের শহিদ আফ্রিদি ৪৭৬ টি ছক্কা হাঁকান।