January 24, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, July 12th, 2022, 7:52 pm

প্রথম ম্যাচ হারলেও সিরিজ জয় করতে চান পুরান

অনলাইন ডেস্ক :

টেস্ট, টি-টোয়েন্টিতে দাপুটে ওয়েস্ট ইন্ডিজের দেখা মিললেও ওয়ানডেতে দেখা মিলেছে ভিন্ন চিত্রের। স্বাগতিকরা বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারেনি। গায়ানায় প্রথম ওয়ানডে হেরেছে ৬ উইকেটে। প্রিয় ফরম্যাট হওয়ায় বাংলাদেশ চাইবে দ্বিতীয় ম্যাচেই সিরিজ নিশ্চিত করতে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরান বলছেন, সিরিজ নিশ্চিতের ব্যাপারে আশাবাদী তিনি। পুরানের কথাতেই মিললো ঘুরে দাঁড়ানোর স্পষ্ট ইঙ্গিত। বুধবারের ম্যাচের আগে গণমাধ্যমকে বলেছেন ‘জানি বিগত কয়েকটা ওয়ানডে সিরিজে বাংলাদেশ আমাদের পরাস্ত করেছে। তাতে সমস্যা নেই। এখনও মনে হচ্ছে আমরা এই সিরিজ জিততে পারবো। বুধবার চেষ্টা থাকবে ঘুরে দাঁড়ানোর। শুধু প্রয়োজন নিজেদের প্রতি বিশ্বাস ধরে রেখে লড়াই চালিয়ে যাওয়া।’ টি-টোয়েন্টিতে বাংলাদেশ স্বাগতিকদের কাছে পাত্তাই পায়নি। বরং আগ্রাসী রূপ দেখা গেছে ওয়েস্ট ইন্ডিজের। সেই জায়গায় বাংলাদেশের প্রিয় ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজ হয়ে পড়লো বাক্সবন্দী। বৃষ্টির বাধায় ৪১ ওভারে নেমে আসা প্রথম ওয়ানডেতে বেশি দূর যেতে পারেনি স্বাগতিকরা। ৯ উইকেটে করতে পেরেছে ১৪৯ রান। পুরান জানালেন, সেরা হতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে তার দল, ‘ফিল্ডিং হিসেবে অবশ্যই গ্রুপ হিসেবে সেরাটা দেওয়ার চেষ্টা করছি। পাশাপাশি এটাও মনে রাখতে হবে দলটা একেবারে নতুন। তবে আমরা কঠোর পরিশ্রমের চেষ্টা করছি। ক্রিকেটার হওয়ার পাশাপাশি দল হিসেবেও সেরা হওয়ার চেষ্টা আমাদের।’ পুরান আরও যোগ করে বলেছেন, ‘আপনারা দেখবেন ছেলেরা কী পরিমাণ শক্তি ঢেলে দিয়ে চেষ্টাটা করছে। ফিল্ডে অধিনায়ক হিসেবে এর চেয়ে বেশি তাদের কাছে চাইতে পারি না। শুধু আশা থাকবে শিখে যাওয়ার প্রক্রিয়াটা অব্যাহত রাখা। এ্ই পথে সবার সমর্থনও কাম্য। সব মিলে তখন উজ্জ্বল ভবিষ্যত উপহার দেওয়া সম্ভব।’ অবশ্য পুরান আশাবাদী কথা শোনালেও পরিসংখ্যান বাংলাদেশের হয়েই কথা বলছে। ২০১৪ সালের পর তাদের কাছে কোনও ওয়ানডে সিরিজ হারেনি লাল-সবুজের দল। এই সফরে টেস্ট, টি-টোয়েন্টিতে ব্যর্থতা থাকার পরেও সেই রেকর্ড অক্ষুণ্ণ রাখার পথে সফরকারীরা নিজেদের মেলে ধরেছে। প্রথম ওয়ানডে জিতে সিরিজে এগিয়ে গেছে ১-০ ব্যবধানে।