জেলা প্রতিনিধি, সিলেট :
সিসিকের নবনির্বাচিত পরিষদের প্রথম সভা চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। সোমবার বেলা ১টার দিকে তাকে নগরীর পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন কাউন্সিলর রেজওয়ান আহমদ।
তিনি জানান, সকাল সাড়ে ১১টায় সিসিকের নবনির্বাচিত পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভা চলাকালে বেলা পৌনে ১টার দিকে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী হঠাৎ অসুস্থবোধ করেন।তাৎক্ষণিক মুলতবি করে তাকে পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ও পরে কেবিনে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি মেডিসিন বিশেষজ্ঞ শিশির বসাকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।
উল্লেখ্য,আজকের সভায় প্যানেল মেয়র নির্বাচনের কথা থাকলেও সভা মুলতবি হওয়ায় তা আর হয় নি। আগামী সভায় প্যানেল মেয়র নির্বাচন হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আরও পড়ুন
বেরোবিতে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত
তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল, যাত্রী দুর্ভোগে পড়েন তিন ঘণ্টা দেরিতে যাত্রা
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ১ম বর্ষ শূন্য আসনে ভর্তি ও সাক্ষাৎকার ১৫ জানুয়ারি