January 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, December 4th, 2023, 3:11 pm

প্রথম সভায় অসুস্থ সিসিকের নতুন মেয়র

জেলা প্রতিনিধি, সিলেট :

সিসিকের নবনির্বাচিত পরিষদের প্রথম সভা চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। সোমবার বেলা ১টার দিকে তাকে নগরীর পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন কাউন্সিলর রেজওয়ান আহমদ।

তিনি জানান, সকাল সাড়ে ১১টায় সিসিকের নবনির্বাচিত পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভা চলাকালে বেলা পৌনে ১টার দিকে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী হঠাৎ অসুস্থবোধ করেন।তাৎক্ষণিক মুলতবি করে তাকে পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ও পরে কেবিনে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি মেডিসিন বিশেষজ্ঞ শিশির বসাকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

উল্লেখ্য,আজকের সভায় প্যানেল মেয়র নির্বাচনের কথা থাকলেও সভা মুলতবি হওয়ায় তা আর হয় নি। আগামী সভায় প্যানেল মেয়র নির্বাচন হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।