প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত ও হাইকোর্ট নিয়ে অবমাননাকর বক্তব্য ফেসবুকে পোস্ট করার অভিযেগে সুনামগঞ্জের ছাতকে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার লুৎফুর রহমান শাওন ছাতক পৌরসভার গণক্ষাই গ্রামের কালা মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ছাতক উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম বাদী হয়ে ছাতক থানায় একটি মামলা দায়ের করেন।
পরে মামলার তদন্তকারী কর্মকর্তা ছাতক থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল শেখ শুক্রবার রাতে ওই যুবককে গ্রেপ্তার করেন।
মামলার এজাহার সূত্র অনুযায়ী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও হাইকোর্টের ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন শাওন। তিনি রাষ্ট্রবিরোধী কয়েকটি ফেসবুক গ্রুপ ও পেইজ পরিচালনা করে গুজব প্রচার করেন।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান গ্রেপ্তারে বিষয়টি নিশ্চিত করেছেন।
—ইউএনবি
আরও পড়ুন
রংপুর পুলিশের পৃথক দুটি অভিযানে মাদকসহ আটক-৩, ধর্ষক গ্রেফতার করেছে র্যার ১৩
শহীদ আবু সাঈদের কবরে তিন উপাচার্যের শ্রদ্ধা নিবেদন
দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে শ্বশুর বাড়িতে মিলল জামাইয়ের ঝুলন্ত লাশ