জেলা প্রতিনিধি, ময়মনসিংহ :
প্রধানমন্ত্রীকে হত্যা হুমকি ও কুটুক্তির প্রতিবাদে ময়মনসিংহে জেলা আওয়ামীলীগ ও অংঙ্গ সংগঠনের পক্ষ থেকে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুন) বিকেল ৪টায় নগরীর ময়মনসিংহ মহাবিদ্যালয়ের প্রাঙ্গনে জেলা আওয়ামী লীগের উদ্যোগে সমাবেশের সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সভাপতি এড. জহিরুল হক খোকা। সমাবেশে বক্তারা স্বাধীনতা বিরোধী চক্র বিএনপি, জামায়াত প্রধানমন্ত্রী হত্যার হুমকি দিয়েছে। পদ্মা সেতু যখন উদ্বোধনের দ্বারপ্রান্তে ঠিক দেশে নৈরাজ্য সৃষ্টির জন্য উঠে পড়ে লেগেছে বিএনপি, জামায়াত চক্র। ঐক্যবদ্ধভাবে এদেরকে রাজপথেমোকাবেলা করার জন্য আওয়ামী দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান নেতৃবৃন্দ। সমাবেশ শেষে এক বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কৃষচূড়া চত্বরে গিয়ে শেষ হয়। এতে, আওয়ামী লীগ, মহানগন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ বিভিন্ন অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহন করে। এদিকে জেলার প্রতিটি উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও কুটুক্তির প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২