প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার ভারতের রাজস্থানের আজমিরে অবস্থিত খাজা গরীব নওয়াজ দরগাহ শরীফ (আজমির শরীফ) পরিদর্শনে গিয়ে সুফি সাধক মঈনুদ্দিন চিশতীর মাজার জিয়ারত করেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘প্রধানমন্ত্রী দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর উন্নয়ন, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে ফাতেহা পাঠ, নফল নামাজ আদায় ও মোনাজাত করেন।’
তিনি বলেন, সেখানে কিছু সময় কাটিয়ে প্রধানমন্ত্রী আজমির দরগা শরীফের চারপাশে ঘুরে দেখেন।
স্থানীয় সময় সকাল ৯টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট রাজস্থানের জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে, ফ্লাইটটি স্থানীয় সময় সকাল ৯টা ১২ মিনিটে নয়াদিল্লির পালাম বিমানবন্দর থেকে যাত্রা করে।
—-ইউএনবি

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক