Monday, September 12th, 2022, 8:25 pm

প্রধানমন্ত্রীর ভারত সফর পরবর্তী সংবাদ সম্মেলন বুধবার

ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সাম্প্রতিক চারদিনের ভারত সফরের ফলাফল বিষয়ে বুধবার বিকালে একটি সংবাদ সম্মেলন করবেন। সোমবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, বুধবার বিকাল ৪টায় সংবাদ সম্মেলন শুরু হবে।

গত ৫ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে দেশটিতে চারদিনের সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করেন এবং পৃথকভাবে দেমটির রাষ্ট্রপতি দ্রুপদি মুর্মু ও উপরাষ্ট্রপতি জগদীপ ধনখরের সঙ্গে দেখা করেন।

সফরকালে কুশিয়ারা নদীর পানি বন্টন সহ বেশ কয়েকটি ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির জন্য ঢাকা-দিল্লি সাতটি সমঝোতা স্মারক সই করেন।

অন্যান্য সমঝোতা স্মারকগুলো হলো- মহাকাশ সংক্রান্ত গবেষণা প্রযুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি, রেলওয়ে, বিচার বিভাগ ও সম্প্রচারের ক্ষেত্রে সহযোগিতা।

—ইউএনবি