January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, August 15th, 2022, 12:52 pm

প্রধানমন্ত্রী ও পুলিশ বাহিনী নিয়ে অবমাননাকর টিকটক করায় যুবক আটক

নিজ টিকটিক আইডিতে রবিবার রাতে প্রধানমন্ত্রী ও পুলিশকে নিয়ে অবমাননাকর ভিডিও পোস্ট দেয়ার অভিযোগে সিলেটের বিয়ানীবাজার উপজেলা থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার মহি উদ্দিন মান্না (২৫) মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের মুছেগুল গ্রামের মানিক মিয়ার ছেলে। বর্তমানে মোল্লাপুর গ্রামে একটি ভাড়া বাসায় বসবাস করেন।

বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান জানান, রবিবার রাতে সিলেট বিয়ানীবাজারের দক্ষিণ বাজারে অভিযান চালিয়ে তার চায়ের দোকান থেকে যুবক মান্না আটক করা হয় বলে।

মান্না তার টিকটক আইডিতে সাম্প্রতিক জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বিষয়ে প্রধানমন্ত্রী ও পুলিশের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেন এবং অপপ্রচার চালান।

এ ঘটনায় ছাত্রলীগ নেতা জাহিদুল হক তাহমিদ বাদী হয়ে বিয়ানীবাজার থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি অভিযোগ করেন।

সোমবার তাকে আদালতে হাজির করা হবে।

—ইউএনবি