January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 28th, 2021, 8:44 pm

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে পাবনায় কেককাটা ও এতিমদের নতুন পোশাক বিতরণ

জেলা প্রতিনিধি, পাবনা:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালনে পাবনায় সরকারি শিশু পরিবারের এতিম শিশুদের নতুন পোশাক বিতরণ ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে এতিম শিশুদের সাথে নিয়ে কেক কাটেন পাবনা সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স। এর আগে ৭৫ জন এতিম শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ করেন তিনি। পরে রঙিন বেলুন উড়িয়ে প্রধানমন্ত্রীর জন্মদিনের সুচনা করেন নেতারা।
এ সময় পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল রহিম লাল, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বিজয় ভূষণ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক আবু ইসহাক শামীম, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা লিযাকত আলী তালুকদার, পৌর আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট তসলিম হাসান সুমন, জেলা যুব মহিলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট আরেফা খানম শেফালী, পৌর আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান রকি ও শেখ রাসেল আলী মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে দুপুরে জেলা আওয়ামীলীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন পালনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে দলীয় কার্যালয়ে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচিত্র প্রদর্শণ।