January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, September 29th, 2022, 12:34 pm

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্ম বার্ষিকী উপলক্ষে রংপুরে টাকা বস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক, রংপুর :

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্ম বার্ষিকী উপলক্ষে রংপুর সিটি কর্পোরেশন এলাকায় ১৫৭টি পূজা মন্ডপের ৩লক্ষ ১৪ হাজার টাকা ও বস্ত্র বিতরণ করা হয় । বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় প্রেসক্লাব এলাকায় অবস্থিত ধর্মসভায় আনুষ্ঠানিক ভাবে টাকা ও বস্ত্র বিতরণ করেন রংপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান বাবু তুষার কান্তি মন্ডল।
মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি হারাধন রায় হারার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি ইরা হক, যুগ্ন সম্পাদক নিধুরাম অধিকারী, সাংঘঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার সাহাদত হোসেন, কোতয়ালী থানা আওয়ামীলীগের সভাপতি তৌহিদুল ইসলাম, তাজহাট থানা আওয়ামীলীগের সভাপতি ইমাদ মিয়া, হারাগাছ থানা আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম ডলার, সাবেক ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনি, পূজা উদযাপন কমিটি জেলা শাখার সাধারণ সম্পাদক ধীমেন ভট্টাচার্যসহ আওয়ামীলীগ মহানগর থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ ও ১৫৭টি পূজা উদযাপন কমিটির সভাপতি,সাধারণ সম্পাদক বৃন্দ।
উল্ল্যেখ্য রংপুর সিটি কর্পোরেশনের আওতাভূক্ত ১৫৮টি পূজা মন্ডপের মধ্যে ১৫৭টি পূজা মন্ডপে পূজা উদযাপন করা হবে।