November 3, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 2nd, 2025, 7:36 pm

প্রধান উপদেষ্টার ঘোষণা  অনুযায়ী আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে : দুলু

নাটোর প্রতিনিধি:

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী  অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, একটি গোষ্ঠী  নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে। তারা প্রথমে বলে পিআর এখন বলছে গণভোট চায়।  দীর্ঘ ২৪ বছর ধরে আমার মা-বোনরা দুলুকে ভোট দিতে অপেক্ষা করেছে। একটা সুষ্ঠু নির্বাচনের জন্য মানুষ আশায় ছিল।

আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে

প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন। এ নির্বাচনকে নিয়েও নতুন করে ষড়যন্ত্র চলছে। একটি রাজনৈতিক দল, যারা এ দেশে এক সময় স্বাধীনতার বিরুদ্ধ আচারণ করেছিল। তারা এক সময় আমাদের জোটের সঙ্গে ছিল।

রোববার (২ নভেম্বর) বিকেলে নাটোর সদর উপজেলার বড়হরিশপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন,নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলবে। জনগণকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্র রুখে দেয়া হবে । শুধু বিএনপিকে নিয়ে  ষড়যন্ত্র চলছে না, আমাকে নিয়েও নানা ষড়যন্ত্র চলছে। আমাদের নিজেদের মধ্যের বিরোধ হলে ফ্যাসিবাদ মাথা চারা দিয়ে উঠবে। আমাদের বিরোধ মিটিয়ে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হন।

দুলু আরও বলেন, ফ্যাসিবাদরা এ দেশ ছেড়ে পালিয়ে গেছে। একটি দল কিছুদিন আগে বলে পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হবেনা, এখন আবার বলছেন, গণভোট ছাড়া নির্বাচন হবে না। এ গণভোট করতে গেলে রাষ্ট্রের শত শত কোটি টাকা ক্ষতি হবে। এবং জাতীয় নির্বাচনের দিনই গণভোট হবে এটাই বিএনপির চাওয়া।

এসময় আরও বক্তব্যে রাখেন-নাটোর জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, স্বেচ্ছাসেবদ দলের আহবায়ক সানোয়ারর হোসেন তুষারসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।