April 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, April 7th, 2025, 12:37 pm

প্রধান উপদেষ্টার চীন সফর ও তিস্তা মহাপরিকল্পনা’ শীর্ষক মত বিনিময় সভা

রংপুর ব্যুরো: রংপুরে চীনের অর্থায়নের চ্যালেঞ্জ বিবেচনায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিকল্প অর্থায়নের উপর গুরুত্বারোপকরে মত বিনিময় সভা গতকাল রোববার সকালে রংপুর সার্কিট হাউজ মিলনায়তনে অনুষ্ঠিত  হয়েছে। রংপুর বিভাগ বৈষম্য নিরসন আন্দোলনের ব্যানারে ‘প্রধান উপদেষ্টার চীন সফর ও তিস্তা মহাপরিকল্পনা’ শীর্ষক মত বিনিময় সভায় এ তাগিদ দেন ঢাকা বিশ^বিদ্যালয়ের শিক্ষক ডক্টর আব্দুল্লাহ আল মামুন।

ডক্টর আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রধান উপদেষ্টার চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কথা হয়েছে। আটকে থাকা তিস্তা মহাপরিকল্পনা নতুন করে শুরু হতে যাচ্ছে। এটি নিয়ে আমরা আশাবাদী। আমরা চাই চীনের সহায়তায় তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা হোক। উত্তরের কৃষি, মৎস, পরিবেশ, বাস্তু সংস্থান, দারিদ্রতা ও বেকারত্বকে গুরুত্ব দিয়ে আমাদের মত করে তিস্তা মহাপরিকল্পনা হওয়া উচিত। তিনি বলেন, চীনের স্বল্প মেয়াদী ঋণ, উচ্চহারে সুদ, গ্রেস অবপিরিয়ড কম থাকার চ্যালেঞ্জ গুলো আমাদের বিবেচনা করতে হবে। সেই সাথে চীনের মাধ্যমে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের রাজনৈতিক দূরদর্শিতা ও বাস্তবতা আছে কিনা সে জায়গায় প্রশ্ন রয়েছে। আমাদের প্রস্তাব হচ্ছে জাপান, ওয়ার্ল্ড ব্যাংকের মত ঋণ দাতাদের সাথে কথা এগিয়ে নেওয়া উচিত। সেই সাথে যমুনা সেতুর মত প্রয়োজনে সারচার্জ, বন্ডের মাধ্যমে নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা যেতে পারে। আমরা ৩ বছরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনার বাস্তবতা দেখতে চাই।

ডক্টর মামুন আরো বলেন, উত্তর বঙ্গের মানুষ বাজেট বৈষম্যের শিকার। বিগত দিনে তিস্তা নদীর পানি বন্টনের দর কষাকষির সুযোগ হারিয়ে ফেলেছি। এখন শুধু মাত্র মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর আমাদের হাতে রয়েছে। এর মাধ্যমে ভারতের সাথে তিস্তা পানি নিয়ে দর কষাকষি করতে না পারলে আমরা সর্বশেষ সুযোগ হারাবো।