বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের মানবিক মনোভাবের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এ প্রসঙ্গে তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে প্রধান উপদেষ্টার প্রতি ধন্যবাদ জানিয়েছেন।
তারেক রহমানের পোস্টে বলা হয়েছে, “বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানী’র এভারকেয়ার হাসপাতালে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (২৮ নভেম্বর) এক বিবৃতিতে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে দেশবাসীর নিকট তার আশু সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।”
তিনি আরও উল্লেখ করেন, “ড. ইউনুস নিয়মিতভাবে সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর রাখছেন এবং তার সুচিকিৎসার জন্য প্রয়োজনীয় সব সহায়তা ও সমন্বয়ের নির্দেশ দিয়েছেন। গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে বেগম খালেদা জিয়া জাতির জন্য ভীষণ অনুপ্রেরণার উৎস, এবং তার সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
প্রধান উপদেষ্টার সৌজন্যতায় তাঁকে ধন্যবাদ জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁর পোস্টে শেষে লেখেছেন, ‘হাসপাতালে চিকিৎসাধীন দেশনেত্রীকে নিয়ে ড. মুহাম্মদ ইউনুস এর বিবৃতিতে যে সৌজন্য ও মানবিক অনুভূতির প্রকাশ ঘটেছে সেজন্য প্রধান উপদেষ্টাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’
এনএনবাংলা/

আরও পড়ুন
দুই জাতীয় পার্টির সমন্বয়ে হতে যাচ্ছে নতুন জোট
বাংলাদেশ পেঁয়াজে স্বনির্ভরতায় ভারতের রপ্তানিকারকদের কপালে চিন্তার ভাঁজ
তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে অভিবাসন ‘স্থায়ীভাবে বন্ধ’ ঘোষণা ট্রাম্পের