October 28, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 28th, 2025, 9:08 pm

প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন আসিফ নজরুল: নাসীরুদ্দীন পাটওয়ারী

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন ড. আসিফ নজরুল। তিনি বলেন, “এখন বল কোর্টে গেছে, দেখা যাক তিনি কেমন খেলতে পারেন।”

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুরুল হক হলে ‘জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এই মন্তব্য করেন তিনি। বৈঠকটি আয়োজিত হয় এনসিপির পক্ষ থেকে।

নাসীরুদ্দীন পাটওয়ারী ড. মুহাম্মদ ইউনূসকে তার উপদেষ্টাদের নিয়ে শহীদ মিনারে গিয়ে জুলাই সনদ বাস্তবায়নের ঘোষণা দেওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, ঘোষণার সময় জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও আহতদের উপস্থিত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই দিনে এনসিপি সনদে স্বাক্ষর করবে বলেও জানান তিনি।

তিনি বলেন, “আমরা জানি জুলাই সনদ বর্তমানে আইন কমিশনের হাতে আছে। আশা করি ড. আসিফ নজরুল জনগণের পক্ষে দ্রুত বাস্তবায়নে কাজ করবেন। প্রধান উপদেষ্টা শহীদ মিনারে উপস্থিত থাকবেন।”

এনসিপি মুখ্য সমন্বয়ক আরও জানান, জাতীয় ঐকমত্য কমিশনের রিপোর্ট জমা দেওয়াকে জুলাই শহীদ ও জনগণের বড় অর্জন হিসেবে বিবেচনা করা যায়। তিনি মন্তব্য করেন, “জুলাই সনদ স্বাক্ষর না করার কারণে সেটি হারিয়ে যাওয়ার আশঙ্কা ছিল। তবে এনসিপি ঝুঁকি নিয়েছে এবং এর সুফল জনগণ পেয়েছে।”

তিনি বাহাত্তরের সংবিধান নিয়ে কড়া সমালোচনা করে বলেন, “পচা সংবিধান দিয়ে দেশ চলতে পারবে না। এটি আমাদের ভাইদের হত্যাকে বৈধতা দিয়েছে।”

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “রক্তের ট্যাঙ্কার দিয়ে কেউ রাজনীতি করতে চাইলে, বুলেট রেভুলেশনের পর ব্যালট রেভুলেশনের মাধ্যমে মানুষ তাদের বিচার করবে। দলের দাস হিসেবে কেউ সংস্কার রুখতে চাইলে সেফ এক্সিট পাবে না।”

এনসিপি সরকার গঠনের প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, “পেছনের দরজা দিয়ে ক্যান্টমেন্ট বা কোনো অ্যাম্বাসিতে গিয়ে নয়, জনগণ সরাসরি ভোটের মাধ্যমে এনসিপিকে ক্ষমতায় আনবে।”

ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের নির্বাচনী কমিশন গঠন প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, “যে লাউ সেই কদুর নির্বাচন চায় না, বিএনপি-জামায়াত বিরোধী নাটক করছে। তাদের একদল ভারতে, আরেকদল পাকিস্তানে অবস্থান করছে।”

এনএনবাংলা/