January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, July 31st, 2023, 8:42 pm

প্রধান বিচারপতির সঙ্গে সিইসির সৌজন্য সাক্ষাৎ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে নির্বাচন কমিশনের (ইসি) একটি প্রতিনিধি দল প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (৩১ জুলাই) সুপ্রিম কোর্টে দুপুর দেড়টায় প্রতিনিধি দল এই সাক্ষাৎ করেন।

প্রতিনিধি দল প্রায় আধা ঘণ্টাব্যাপী বৈঠক করেন। এসময় প্রতিনিধি দলে আরও ছিলেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, ইসি সচিব মো. জাহাংগীর আলম ও যুগ্ম সচিব মাহবুবুর রহমান।

তবে রুদ্ধদ্বার বৈঠকে সুপ্রিম কোর্ট প্রশাসনের কোনো কর্মকর্তা উপস্থিত ছিলেন না।

বৈঠক শেষে সিইসি সাংবাদিকদের বলেন, ‘প্রধান বিচারপতি (আমার) শপথবাক্য পাঠ করান। তিনি (প্রধান বিচারপতি) আগামী দিনে অবসরে যাবেন, তাই আমি এখানে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছি।

অন্য কোনো বিষয়ে আলোচনা হয়েছে কি না- জানতে চাইলে সিইসি অনিচ্ছা প্রকাশ করে বলেন, নির্বাচন নিয়ে হাইকোর্ট যে রুল জারি করছে তা নিয়ে তার কার্যালয় (ইসি) কথা বলবে।

দুপুর ১টা ২৫ মিনিটে সিইসিকে স্বাগত জানান সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের কর্মকর্তারা।

——ইউএনবি