August 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, August 3rd, 2025, 6:45 pm

প্রফেসর ড. এম শমসের আলীর মৃত্যুতে বিআইআইটি’র শোক

বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ও গবেষক, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট (বিআইআইটি)-এর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক এবং বাংলাদেশ একাডেমি অফ সায়েন্সেস (বিএএস)-এর প্রাক্তন সভাপতি প্রফেসর এমিরেটাস ড. এম শমসের আলী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

৩ আগস্ট, শনিবার দিবাগত রাত সাড়ে ৩টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। বিআইআইটি’র প্রেসিডেন্ট অধ্যাপক মাহবুব আহমেদ এবং মহাপরিচালক অধ্যাপক ড. এম আবদুল আজিজ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানিয়েছেন।

অধ্যাপক ড. এম আবদুল আজিজ বলেন, ‘প্রফেসর ড. এম শমসের আলীর অমূল্য অবদানকে জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে ও করবে। তিনি শুধু একজন যশস্বী বিজ্ঞানী ও শিক্ষকই ছিলেন না, তিনি ছিলেন একজন ইসলামিক স্কলার ও দায়ী ইলাল্লাহ। তিনি ছিলেন মুসলিম উম্মাহর জন্য নিবেদিতপ্রাণ, সর্বমহলে প্রশংসিত ও গ্রহণযোগ্য ব্যক্তিত্ব, আন্তরিক পরামর্শদাতা, বুদ্ধিবৃত্তিক চর্চাকারীদের অনুপ্রেরণা এবং গবেষকদের স্বপ্নের ফেরিওয়ালা। শিক্ষা, বিজ্ঞান ও মানবতার প্রতি তাঁর অঙ্গীকার ছিল অটল। তাঁর জীবন ছিল জ্ঞানের দীপ্ত আলোকবর্তিকা- যেখানে বিজ্ঞান, আধ্যাত্মিকতা ও তাওহীদের বিশ্বাস মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। তাঁর অনুপস্থিতি বিআইআইটি পরিবারের মাঝে গভীর শূন্যতার সৃষ্টি করেছে। তবে তিনি যে মূল্যবোধের শিক্ষা দিয়েছেন, সেই আদর্শ বুকে ধারণ করে তাঁর স্মৃতিকে সম্মান জানাতে আমরা আমাদের কাজ অব্যাহত রাখবো। আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করছি- আল্লাহ যেন তাঁর বর্ণাঢ্য জীবনের সব উত্তম কাজ কবুল করেন, সব ভুলত্রুটি ক্ষমা করেন এবং তাঁকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। আমীন।

১৯৩৭ সালের ২১ নভেম্বর কুষ্টিয়ার ভেড়ামারায় জন্ম নেওয়া প্রফেসর এম শমশের আলী ১৯৫৪ সালে যশোর জিলা স্কুল থেকে ম্যাট্রিক, ১৯৫৬ সালে রাজশাহী কলেজ থেকে আইএসসি এবং ১৯৫৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে অনার্স ও ১৯৬০ সালে এমএসসি সম্পন্ন করেন। ১৯৬১ সালে ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে এবং ১৯৬৫ সালে তাত্ত্বিক নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি পাকিস্তান আণবিক শক্তি কমিশনে কর্মজীবন শুরু করেন এবং দেশে ফিরে এসে ঢাকা আণবিক শক্তি কেন্দ্রে সিনিয়র সায়েন্টিফিক অফিসার ও পরবর্তীতে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় তাঁকে সম্মানসূচক অনারারি প্রফেসর হিসেবে স্বীকৃতি দেয়। ১৯৮২ থেকে ২০০৬ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন। তিনি ১৯৯২-১৯৯৬ সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভিসি ২০০২-২০১০ সালে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভিসি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৪-২০১২ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ বিজ্ঞান একাডেমির সভাপতি ছিলেন।

উল্লেখ্য, ড. এম শমসের আলীর প্রথম জানাযা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়।  এতে উপস্হিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। বিআইআইটির মহাপরিচালক অধ্যাপক ড. এম আবদুল আজিজসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ জানাযা পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন। শিক্ষার্থী ও বিভিন্ন পেশাজীবিগণ উপস্থিত ছিলেন। বাদ জোহর ধানমণ্ডির ৭ নম্বর রোডের বায়তুল আমান মসজিদে ২য় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।