পদ্মায় প্রবল স্রোতের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ফেরি পারাপারেও সময় লাগছে দ্বিগুণ। এতে ফেরির ট্রিপ সংখ্যা কমে গেছে।
পাটুরিয়া ঘাটে আটকে পড়েছে তিন শতাধিক পণ্যবাহী ট্রাকসহ শতাধিক বাস, প্রাইভেটকার ও মাইক্রোবাস। ট্রাকের সারি ঘাট এলাকা ছাড়িয়ে মহাসড়কের তিন থেকে চার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়ে পড়েছে। প্রতিটি যানবাহন ফেরি পার হতে ঘাটে অপেক্ষা করতে হচ্ছে দেড় থেকে দুই ঘণ্টা।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা সেক্টরের ম্যানেজার মহিউদ্দিন রাসেল জানান, পদ্মায় পানি বাড়ার সঙ্গে সঙ্গে প্রবল স্রোত তৈরি হয়েছে। এতে ফেরি চলাচল ব্যহত হচ্ছে। ফেরিগুলো পন্টুনে ভিড়তে সময় বেশি লাগছে। এতে ঘাট এলাকায় চার শতাধিক যানবাহন আটকে পড়েছ।
এদিকে ফেরিঘাটের পন্টুনগুলো নিচু লেভেল থেকে মাঝারী স্থানে হস্তান্তর করা হয়েছে। আর মাত্র দুই সেন্টিমিটার বৃদ্ধি পেলে পন্টুনগুলো ওপরের লেভেলে উঠাতে হবে।
বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৯টি ফেরির মধ্যে ১৭টি চলাচল করছে।
—ইউএনবি
আরও পড়ুন
ট্রাম্পের হোটেলের সামনে টেসলার গাড়ি বিস্ফোরিত, চালক নিহত
সিগারেট খাওয়া ক্ষতিকর, সেটা নিষিদ্ধ হোক : শাহরুখ খান
ইসলামে সম্মানিত মাস রজব