December 3, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, December 3rd, 2025, 6:49 pm

প্রবাসীরা দেশে ৬০ দিনের বেশি থাকলে ফোন রেজিস্ট্রেশন লাগবে

 

প্রবাসীরা দেশে ছুটি কাটানোর সময় ৬০ দিনের মধ্যে তাদের স্মার্টফোন রেজিস্ট্রেশন করানো লাগবে না। তবে ৬০ দিনের বেশি অবস্থানের ক্ষেত্রে মোবাইল ফোন রেজিস্ট্রেশন বাধ্যতামূলক হবে। এ তথ্য জানিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, বুধবার (৩ ডিসেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, বৈধভাবে মোবাইল ফোন আমদানি করার শুল্ক হ্রাস করার বিষয়ে ১ ডিসেম্বর অনুষ্ঠিত এক সভায় এনবিআর, বাণিজ্য মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বিটিআরসির মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী, প্রবাসীদের মধ্যে যারা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) থেকে রেজিস্ট্রেশন কার্ড পেয়েছেন, তারা সর্বোচ্চ তিনটি ফোন ফ্রিতে নিয়ে আসতে পারবেন। চতুর্থ ফোনের জন্য অবশ্য ট্যাক্স প্রদান করতে হবে।

অপর দিকে, যারা বিএমইটি কার্ড পাননি, তারা নিজের ব্যবহারের ফোনসহ অতিরিক্ত একটি ফোন ফ্রিতে আনতে পারবেন। তবে এর জন্য ফোন কেনার বৈধ কাগজপত্র সঙ্গে রাখতে হবে।

১৬ ডিসেম্বরের আগে বাজারে অবৈধভাবে আমদানি করা স্টক ফোনগুলোর মধ্যে যেগুলোর বৈধ আইএমইআই নম্বর আছে, সেগুলো বৈধ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে ক্লোন বা রিফারবিশড ফোনের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে না। ১৬ ডিসেম্বরের আগে ব্যবহৃত সচল মোবাইল ফোন বন্ধ করা হবে না।

বিমানবন্দর ও স্থলবন্দরগুলোতে ভারত, থাইল্যান্ড ও চীন থেকে আসা ফ্লাইটগুলো বিশেষভাবে শনাক্ত করা হচ্ছে, যাতে কেসিং পরিবর্তন করে পুরোনো ফোন বিক্রির ব্যবসা রোধ করা যায়। এ বিষয়ে কাস্টমস থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

এনএনবাংলা/