চট্টগ্রামে প্রবাসীর ১৬ ভরি স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার খুলশী থানার উপপরিদর্শক আমিনুলকে বরখাস্ত করা হয়েছে।
সোমবার (২০ মে) দুপুরে অভিযুক্ত ও তার সহযোগী (সোর্স) শহীদুলকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড চায় পুলিশ। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরিফুল ইসলামের আদালত তাদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
জানা যায়, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৬ ভরি স্বর্ণ নিয়ে যাচ্ছিলেন চট্টগ্রামের লোহাগাড়ার সৌদিপ্রবাসী আব্দুল মালেক। পথে এসআই আমিনুল ইসলাম ও তার সোর্স শহীদুল তাকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নেন। এসময় তার কাছ থেকে ১৬ ভরি স্বর্ণ ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন ওই পুলিশ কর্মকর্তাকে ধাওয়া দিয়ে দুজনকে আটক করে রাখে। পরে পাঁচলাইশ থানা পুলিশ এসআই আমিনুল ইসলাম ও সোর্স মো. জাহিদকে হেফাজতে নেয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (প্রসিকিউশন) মো. মফিজ উদ্দীন বলেন, প্রবাসী আবদুল খালেকের কাছ থেকে ১৬ ভরি র্স্বণ ছিনতাইয়ের মামলায় গ্রেপ্তার বরখাস্তকৃত এসআই আমিনুল ইসলাম ও তার সহযোগী শহীদুল ইসলাম জাহেদের ৫ দিনের রিমান্ড আবেদন করে মামলার তদন্তকারী কর্মকর্তা। আদালত শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
—–ইউএনবি
আরও পড়ুন
রেলস্টেশনের মনিটরে অশ্লীল দৃশ্য : জড়িতদের খোঁজার নির্দেশ
সিগারেট খাওয়া ক্ষতিকর, সেটা নিষিদ্ধ হোক : শাহরুখ খান
অসদাচরণের ৩৩ অভিযোগ, বিচারকের ১২ ও কমকর্তা-কর্মচারীদের ১৫