অনলাইন ডেস্ক :
বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদারের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। সোমবার (৪ঠা অক্টোবর) দুপুরে বাসেদ মজুমদারের ছেলে সুপ্রিম কোর্টের আইনজীবী সাঈদ আহমেদ রাজা বিষয়টি জানিয়েছেন। সাঈদ আহমেদ রাজা বলেন, আমি হাসপাতালে রয়েছি। বাবার শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতির দিকে। বাধর্ক্যজনিত কারণে নানা ধরনের শারীরিক সমস্যায় ভুগছেন তিনি। তিনি জানান, সর্বশেষ তার মেরুদন্ডে বেশ সমস্যা হচ্ছে। তিনি উঠতে-বসতে, চলাফেরা করতে পারছেন না। অসুস্থতা বাড়ায় বৃহস্পতিবার তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। বাবা দেশের মানুষের কাছে তার জন্য দোয়া চেয়েছেন। আব্দুল বাসেত মজুমদারের জন্ম ১৯৩৮ সালের ১ জানুয়ারি কুমিল্লার লাকসামে। আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য আবদুল বাসেত মজুমদার বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৯৬৬ সালের ২৮ সেপ্টেম্বর তিনি আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। এরপর ১৯৬৭ সালের ৮ ফেব্রুয়ারি তিনি হাইকোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। এরই মধ্যে তিনি তার আইনজীবী পেশায় ৫৪ বছর অতিক্রম করেছেন। দেশবরেণ্য আইনজীবী বাসেত মজুমদার দুস্থ আইনজীবীদের জন্য নিজের নামে ট্রাস্ট ফান্ড গঠন করেছেন। দেশের বিভিন্ন আইনজীবী সমিতিতে এ ফান্ড থেকে অর্থ সহায়তা দেওয়া হচ্ছে। বিলুপ্ত সম্মিলিত আইনজীবী সমিতির সাবেক আহ্বায়ক ও বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সাবেক সভাপতি বাসেত মজুমদার বার বার নির্বাচিত হয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এবং বাংলাদেশ বার কাউন্সিলেরি নির্বাচনে। বর্তমানে নবগঠিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পালন করছেন এ আইনজীবী।
আরও পড়ুন
রেলস্টেশনের মনিটরে অশ্লীল দৃশ্য : জড়িতদের খোঁজার নির্দেশ
অসদাচরণের ৩৩ অভিযোগ, বিচারকের ১২ ও কমকর্তা-কর্মচারীদের ১৫
আলোচিত মামলা থেকে খালাস, অব্যাহতি