অনলাইন ডেস্ক :
‘বাহুবলি’ সিনেমাখ্যাত জনপ্রিয় অভিনেতা প্রভাস। তার পরবর্তী সিনেমা ‘রাধে শ্যাম’। কয়েক দফা পেছানোর পর সিনেমাটির নতুন মুক্তির তারিখ ঘোষণা করেছে নির্মাতারা। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে সিনেমার নতুন পোস্টার শেয়ার করেছেন প্রভাস। এতে ইংরেজিতে লেখা রয়েছে, ‘ভালো ও ধ্বংসের তুমুল লড়াইয়ের সাক্ষী হোন। বিশ্বব্যাপী ১১ মার্চ ২০২২ প্রেক্ষাগৃহে আসছে।’ এই সিনেমার চিত্রনাট্য ইউরোপের প্রেক্ষাপটে। ১৯ শতকের প্রেমের গল্প নিয়ে এটি তৈরি। সিনেমায় প্রভাসের চরিত্রের নাম বিক্রম আদিত্য। তিনি একজন স্বনামধন্য জ্যোতিষী। তার বিপরীতে আছেন পূজা হেগড়ে। তাকে দেখা যাবে প্রেরণা নামের একটি চরিত্রে। সিনেমাটি পরিচালনা করছেন রাধা কৃষ্ণ কুমার। গত বছর ৩০ জুলাই ‘রাধে শ্যাম’ সিনেমাটি মুক্তির কথা ছিল। করোনা মহামারির কারণে পরবর্তী সময়ে তা পেছানো হয়। গত ১৪ জানুয়ারি সিনেমাটি মুক্তির পাবে বলে জানান নির্মাতারা। এরপর ভারতে করোনার তৃতীয় ঢেউ শুরু হলে আবারো মুক্তি স্থগিত করা হয়। সবকিছু ঠিক থাকলে নতুন তারিখ অনুযায়ী প্রেক্ষাগৃহে আসছে ‘রাধে শ্যাম’।
আরও পড়ুন
‘সন্দেহের ছায়ায়’ উত্তাপ ছড়ালেন জয়া
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!
সাকিব এবং তামিমের বিদায় নিশ্চিত হয়েই গেল